ফিরে পাওয়া নীলাকাশ ! || আরণ্যক বসু || সাহিত্যগ্রাফি - Songoti

ফিরে পাওয়া নীলাকাশ ! || আরণ্যক বসু || সাহিত্যগ্রাফি

Share This
এই যে সকালের আকাশ নামা নদী কংসাবতি ,
এই যে মোহনপুরের স্থলপদ্ম ডালের মাছরাঙা ,
আর , সেই যে পিছুটানের গোপগড় , গুড়গুলিপালের অরণ্যরেখা ,
সবাই যেন সাতটা পঞ্চাশের দূরপাল্লার বাসের দিকে হাত বাড়িয়ে বলছে-- আর একটা দিন থাকা যেতো না ? কীসের অত তাড়া ছিলো ? কেন থাকলে না ভালোবাসা ?



ফিরে পেতে চেয়েছিলে শিউলির গন্ধ আর নীলাকাশ ,
ফিরে পেতে চেয়েছিলে আঁখিপল্লবের স্বপ্নে বৃষ্টিহীন ভোর ও সবুজের বন্ধুতা ,
ফিরে যেতে চেয়েছিলে নীলদিগন্ত ছোঁয়া ধানক্ষেতে আঁকা অসমাপ্ত স্বর্গের সিঁড়িটির কাছে !

সব , সবই তো তোমার বুকের ক্যানভাসে ফিরিয়ে দিলাম গো ,  তবু ---

আর ওই দেখো , এইমাত্র মাছরাঙাটা নীলকণ্ঠ হয়ে তার দুঃসাহসী ডানা ভাসালো সেই দূরের হিমালয়ে ।
তার মানে , কাশের বনে , নদীর পারে , শিউলিতলায়,  সাদা পালের ডিঙিতে বা ভোরের মুকুটমনিপুর,  নাকি,  বেলপাহাড়ির বাসে ছেলেমেয়ে নিয়ে উমা এই এসে পড়লো বলে !

পাগল বর্ষার অবাধ্য জলে , রঙ ধুয়ে যাবে না আর । গর্জনতেল মাখা আমাদের মা উমাকে দেবী বোধনের সাঁঝে কী অপরূপ যে লাগবে , কি বলবো !

ও কবি , একটা উলোঝুলো চায়ের দোকান পেলে , কন্ডাক্টরের হাতে পায়ে ধরে নেমে পড়ো , তোমার ভালোবাসার মাটিতে একটা দুটো চায়ের ভাঁড়, টাটকা খবরের কাগজ শেষ হতে না হতেই আমি পান্না সবুজ বনদেবীর চিঠি নিয়ে এসে পড়বো । এই এলাম বলে !

নামবে ?

No comments:

Post a Comment