গুণীজনদের উপস্থিতিতে 'বজবজ মঞ্জীর' নৃত্য সংস্থার নতুন ভবনের দ্বারোদ্ঘাটন - Songoti

গুণীজনদের উপস্থিতিতে 'বজবজ মঞ্জীর' নৃত্য সংস্থার নতুন ভবনের দ্বারোদ্ঘাটন

Share This
 
সম্প্রতি 'বজবজ মঞ্জীর' নৃত্য সংস্থার 'নীলিমা স্মৃতি সদন' নামে নিজস্ব একটি গৃহ ও লাইব্রেরির দ্বারোদ্ঘাটন হলো।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ওড়িশি নৃত্যাঙ্গনা গুরু শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্য,বিশিষ্ট অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী,সম্পূর্ণা চক্রবর্তী,সাংবাদিক ও কবি শংকর দত্ত, সমাজসেবী 


কমলেশ সিং,কত্থক নৃত্য শিল্পী শৌভিক চক্রবর্তী, বাপন বিশ্বাস, সঙ্গীত শিল্পী জয়দীপ সিনহা সেইসঙ্গে সংস্থার শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।এদিন মঞ্জীরের কর্ণধার দীপাঞ্জন বক্সী জানান 'গুটিকয়েক নৃত্য শিক্ষার্থী নিয়ে ১৯৯৯ এ বজবজ মঞ্জীরের পথচলা শুরু হলেও আমাদের নিজস্ব কোনো ভবন ছিল না। কিন্তু আমার খুব কাছের দাদা-দিদি,ভাই-বোন, বন্ধুবান্ধব ও 


শুভানুধ্যায়ীদের সম্মীলিত প্রচেষ্টায় আজ আমাদের স্বপ্নপূরণ হল। গ্রামের ছেলেমেয়েদের সুস্থ্য সংস্কৃতির পথে এগিয়ে দিতে শুধু নাচ না গান,ছবি আঁকা,আবৃত্তি অভিনয় ইত্যাদি শিক্ষা দেওয়া ও কর্মশালার উদ্দেশ্যেই এই প্রতিষ্ঠান।'

No comments:

Post a Comment