দেবাশিস ঘোষ , চাঁচলঃ দাদা , বন্ধুকে নিয়ে বাইকে সওয়ার। কিন্তু দুইজনের মাথাতেই হেলমেট নেই। " দাদা , মাথায় হেলমেট নেই কেন ? পরিবারের কথাও তো ভাবতে হয়। দাদাভাই , দুজনকেই বলছি এবার থেকে কিন্তু বাইক চালানোর সময় মাথায় অবশ্যই হেলমেট পড়বেন | আর সরকারি নিয়মও মেনে চলতে হবে। তবেই তো দুর্ঘটনা কমবে তাই না।" ৮১ নং জাতীয় সড়কে হেলমেট বিহীন মোটর বাইক চালকদের বাইক থামিয়ে এইভাবেই পথ নিরাপত্তা সপ্তাহের ষষ্ঠ দিনে সোমবার
সচেতনতামূলক প্রচার চালাল মালদহের চাঁচল - ২ ব্লকের গোবিন্দপাড়া হাইস্কুলের ছাত্রছাত্রীরা। ওই বিদ্যালয় প্রাঙ্গণে এইদিন পথ নিরাপত্তা নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। পাশাপাশি , শোভাযাত্রার মাধ্যমে 'সেভ ড্রাইভ , সেভ লাইভ ' -র প্রচার চালানো হয়। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। জানা গেছে , স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে ৮১ নং জাতীয় সড়কের উপর দিয়ে চাঁচল - ২ ব্লকের মালতীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছুঁয়ে গোবিন্দপাড়া এলাকা পরিক্রমা করা হয় |ছাত্রছাত্রীদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকারা , ব্লকের আধিকারিক , পুলিশ আধিকারিক , সিভিক ভলানটিয়াররাও পা মেলান। বিদ্যালয়ের এন এস এস বাহিনীর ছাত্রছাত্রীরাও ওই শোভাযাত্রায় অংশ নেয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশম্ভর প্রসাদ সাহা বলেন ," পথ নিরাপত্তা নিয়ে আমাদের সকলকেই সচেতন থাকতে হবে | তবেই কমবে দুর্ঘটনা। ছাত্রছাত্রীদের মাধ্যমে সেই প্রচার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখেই বিদ্যালয়ের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল ।"
No comments:
Post a Comment