আড্ডাটাইমস এর প্রযোজনায় পিউপা রিলিজ করল আজ, পিউপা নিয়ে কতখানি আশাবাদী পরিচালক। সঙ্গতি'র সাথে আড্ডায় পরিচালক ইন্দ্রাশিস আচার্য....
সঙ্গতিঃ পিউপা, বিশেষত কিসের গল্প?
ইন্দ্রাশিস আচার্য ঃ পিউপা একটি বাস্তবধর্মী গল্প যেটা আমি দেখেছি প্রায় বাড়িতেই ঘটে। এই যে নিজের কেরিয়ারের সাথে পারিবারিক কর্তব্য - মায়া - ভালোবাসা'র দ্বন্দ্ব, এটা নিয়েই পিউপা। কোনো একজনের জীবন যখন স্থবির হয়ে যায় তখন আরও দশজনকে স্থবির করে দেয়, সুতরাং আমাদের এগিয়ে চলা উচিত।
সঙ্গতিঃ তোমার ডেবিউ রিলিজের পর ইন্দ্রাশীষ আচার্যের সিনেমা বাংলা ইন্ডাষ্ট্রিতে প্রতীকী বলা হয়, তোমার কী মনে হয় পিউপা এমনই এক গল্প যেটা বাঙালী মননে আসন নিতে পারবে?
ইন্দ্রাশিস আচার্য ঃ উমম... আমি সে রকম কিছু বলতে চাই না। দর্শকের ভালো লাগাটা আমার কাছ গুরুত্বপূর্ণ, দর্শকের কাছে যদি সিনেমা'র ধরনটি ভালো লাগে তবে আমরা সাহস করে আরও ভালো ভালো ফিল্ম তৈরী করতে পারব, আরও অন্যরকম এক্সপেরিমেন্ট করতে পারব। আর যত এক্সপেরিমেন্ট হবে তত নতুন নতুন চিন্তা-ভাবনার প্রসার ঘটবে। এটাই বলতে চাই সময় করে দর্শক যদি ছবিটি দেখেন সেক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্টের জায়গাটি তৈরী হবে।।
সঙ্গতিঃ সবশেষে জানতে চাইব, অ্যাওয়ার্ড প্রাপ্ত পিউপা আজ রিলিজ করেছে, ডিরেক্টর হিসেবে তোমার সিনেমাটি থেকে প্রত্যাশা কতখানি?
ইন্দ্রাশিস আচার্য ঃ দেখো প্রত্যাশা তো সব পরিচালকেরই থাকে, আমিও তার ব্যতিক্রম নই। বাংলা সিনেমায় এক্সপেরিমেন্ট করে নতুন ধরনের ল্যাঙ্গুয়েজ আনার চেষ্টা করেছি। দর্শকের কাছে অনুরোধ আপনারা সিনেমাটি দেখুন, তাহলে হয়তো সিনেমা'র ধরনও বদলাবে।।
No comments:
Post a Comment