
বার্তা প্রতিবেদন, কলকাতাঃ পটচিত্র অফ ওড়িষ্যা ও জগন্নাথ কালচার বইটি সদ্য প্রকাশিত হল গোলপার্ক রামকৃষ্ণ মিশনের তুরিয়ানন্দ হল এ। পটচিত্র অফ ওড়িষ্যা ও জগন্নাথ কালচার বইটির লেখিকা অনিতা বোস। বইটি উদ্বোধনে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী সুপারেনানন্দ, ভুবনেশ্বর স্টেট মিউজিয়ামের সুপারিনটেনডেন্ট ডঃ জয়ন্তী রাথ, নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক লেখক অধ্যাপক জে. এল. সিল্লিম্যান, রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত পট চিত্র শিল্পী শ্রীধর মহারাণা। লেখিকার বইটির বাংলা ভাষায় প্রকাশিত হলেও ইংরাজীতে অনুবাদ গ্রন্থটি পাওয়া যাবে। বইটিতে অঙ্গ - বঙ্গ- কলিঙ্গ এর ঐতিহাসিক বিবরনই নয়, গ্রন্থিত করা হয়েছে সমগ্র ওড়িষ্যার সংস্কৃতিকেও যেখানে স্থান পেয়েছে পটচিত্র, জগন্নাথ দেবের মাহাত্ম্য সহ অনেক কিছুই।।
No comments:
Post a Comment