আর্তি || মনোরঞ্জন ব্যাপারী || সাহিত্যগ্রাফি - Songoti

আর্তি || মনোরঞ্জন ব্যাপারী || সাহিত্যগ্রাফি

Share This

শিশুঘাতী নারীঘাতী বর্বরদেশে আর নয় ।
অসহ্য সময়, কাপুরুষ আর কদাকার সমাজ থেকে-
আমাকে ফিরিয়ে নিয়ে চলো জীবন ।
আবার হাটিয়ে দাও সত্তরের উবর খাবর পথে ।
কেড়ে নাও আমার নির্জীব নুপুংসক কলম-
আর একবার হাতে দাও উদ্ধত উদ্যত ক্ষমা না জানা কুঠার ।
ডুবন্ত রক্তিম সূর্যকে ছুয়ে সবেগে নেমে আসুক নিচে–!
একের পর এক-
নির্মম আঘাত করুক ধর্ষনকারীর মুখবুক মাথায় ।
ছিটকে যাক সাদা সাদা ঘিলু ।
ফিনকি দিক সন্ধ্যার আঁধারে নামুক লাল আর গরম রক্ত ।
ভিজে যাক রুক্ষ মাঠ মাটি আর সবুজ ঘাস ।
সেই রক্তে শরীর ভিজিয়ে আমি
আর একবার নটরাজের মত প্রলয় নাচ নাচি ।

No comments:

Post a Comment