অন্তরের কথা || প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য || সাহিত্যগ্রাফি - Songoti

অন্তরের কথা || প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য || সাহিত্যগ্রাফি

Share This


উচ্চাশা-স্বপ্ন
ছিল না কোনোদিন,
আজও তাই।

চাই শান্তিতে
পথ যা আছে বাকী,
পেরিয়ে যাই।

স্বপ্ন যা দেখি,
আপনজনেদের
সুখ-সমৃদ্ধি।

কামনা করি,
সর্বক্ষেত্রে তাদের
হোক শ্রীবৃদ্ধি।

করতে চাই
ভুল সংশোধন,
চাই সুযোগ।

প্রতিনিয়ত
সচেষ্ট তাই, যেন
কাটে দুর্যোগ!

চলার পথে
সঙ্গে আছি সতত,
তুমিও থেকো।

সময় কম,
আছি যেকটা দিন
হৃদয়ে রেখো।

মোছো কালিমা,
রেখো বিশ্বাস তুমি
অভাগা পরে।

করো না ম্লান,
অর্জন করেছি যা
লড়াই করে।

প্রেমের বলে
পার করে এসেছি
উত্তাল সিন্ধু।

কথা দিলাম,
সে প্রেমে পড়বে না
আঁচড়, বিন্দু। 

No comments:

Post a Comment