গাছ ও প্রেম || রীতা ঘোষ || সাহিত্যগ্রাফি - Songoti

গাছ ও প্রেম || রীতা ঘোষ || সাহিত্যগ্রাফি

Share This
' বাড়িতে গাছ রাখা স্বাস্থ্যকর... '

মানুষটি একটি চারাগাছ নিয়ে আসে
কিন্তু ব্যস্ততার কারণে ঠিকমতো দেখাশোনা করতে পারে না
গাছটি তাই সেভাবে বিকশিত হয় না
বাধ্য হয়ে একজন মালী রাখেন
মালীর যত্নে গাছটি লকলকিয়ে বেড়ে ওঠে
দেখতে দেখতে রঙ বেরঙী ফুল ফোটে
ফুলের সৌন্দর্য্যে ও সুগন্ধে আকৃষ্ট হয়ে
মালিক এখন অনেকটা সময় গাছটির সাথে কাটায়
গাছটিকে ঘিরেই মালী ও মালিকের বন্ধুত্ব
গাছটির ওপর মালীরও খুব টান
তবু গাছটি মালিককেই বেশী ভালবাসে, কাছে চায়...

কেননা সে জানে, মালী সময়ের মূল্য নেয়!

No comments:

Post a Comment