এ বছরেরে কৃতী শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির নজরকাড়া সাফল্যকে সম্মানিত করার প্রয়াস TV9 বাংলা উত্তরণ অ্যাকাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪। রাজ্যের তিনটি বোর্ডেরই অর্থাৎ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, ICSE-ISC এবং CBSE পরীক্ষার কৃতীদের সম্মান জানিয়েছে TV9 বাংলা। প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যম্যে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু।
এবছরের ১৭জন সেরা কৃতী ছাত্র-ছাত্রীকে সম্মানিত করেছে TV9 বাংলা। এছাড়াও UTTARAN ACADEMIC EXCELLENCE AWARD বিভাগে সম্মানিত হয়েছে ক্যালকাটা গার্লস হাই স্কুল, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির এবং চন্দননগর কলেজ। শুধু আর্থিক সম্মাননাই নয়, কাজের ক্ষেত্রেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন TV9 বাংলার ম্যানেজিং এডিটর, অমৃতাংশু ভট্টাচার্য। এই কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ যদি সাংবাদিকতাকে পেশা করতে চান, তাঁর পাশে থাকবে TV9 বাংলা।
এই ডিজিটাল যুগে শিক্ষার সুযোগ, সম্ভাবনা ও পরিকাঠামো নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কোন পথে কর্মসংস্থান তাঁর খোঁজ চালালেন বিশিষ্টজনেরা।
এই অনুষ্ঠানে তাঁর মূল্যবান মতামত জানান বোস ইনস্টিটিউটের ডিরেক্টর, বিশিষ্ট মলিকিউলার বায়োলজিস্ট অধ্যাপক কৌস্তভ সান্যাল।অনুষ্ঠানটি দেখা যাবে TV9 বাংলায় শনিবার (২৭ জুলাই ২০২৪) দুপুর ২.৩০টে এবং রবিবার (২৮ জুলাই ২০২৪) সকাল ১১.৩০টায়।
No comments:
Post a Comment