ইনফেকশন প্রতিরোধের বার্তা হিসিকন ২০১৯এর মঞ্চে - Songoti

ইনফেকশন প্রতিরোধের বার্তা হিসিকন ২০১৯এর মঞ্চে

Share This


দেবপ্রিয় মণ্ডল, কলকাতাঃ সংক্রমণ থেকে রোগ ছড়ানো খুবই সাধারণ ঘটনা। প্রতিকার বা প্রতিরোধের নির্দেশিকা থাকলেও তা সবাই মানছেন কই? তাই ম্যারিয়ট হোটেলে এদিন হিসিকন ২০১৯ সন্মেলনে সংক্রমণ প্রতিরোধের বার্তা দিলেন উদ্যোক্তারা। সংক্রমণ নিয়ন্ত্রণের বর্তমান ব্যবস্থা এবং এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য কলকাতা সহ সারা দেশ থেকে কয়েকশ 'ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিশনার, ক্লিনিকাল মাইক্রোবায়োলজিস্ট, চিকিত্সক, নার্সিং স্টাফ এবং মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন। তারা তিন দিনের এই সন্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা আলোচনা করবেন ইনফেকশন সংক্রান্ত বিভিন্ন জানা ও অজানা বিষয় নিয়ে। ফলস্বরূপ শিক্ষার্থীদের মধ্যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার আগ্রহ বাড়বে বলে মনে করছেন তাঁরা। সভায় গুরুত্বপূর্ণ ও পরিচিত রোগের জীবাণুদের নিয়ে কথা বলা হবে। করা হবে তাদের জন্ম-মৃত্যু, বাসস্থান, জীবনচক্র, সংক্রমণ, সংক্রমণ পদ্ধতি এবং এর বিরুদ্ধে লড়াই করার উপায় সম্বন্ধে বিস্তৃত আলোচনা। এছাড়াও ‘সকলের জন্য স্বাস্থ্য’ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করার বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হিসিকনের উদ্দেশ্য শুধু সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি নয়, উপরন্তু প্রশাষন, সরকারী ও বেসরকারী মেডিকেল ক্ষেত্র, মিডিয়া ইত্যাদির উপরও সংক্রমণ বিষয়ক সচতনতা বৃদ্ধিতে চাপ সৃষ্টি করা। দিল্লির সিনিয়র কনসালট্যান্ট সার্জন প্রফেসর পদ্মশ্রী সন্দীপ গুলেরিয়া, দিল্লি এইমসের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপিকা আরতি কপিল, ডা. অনুরাধা আগরওয়াল, হিজিকনের সাংগঠনিক সভাপতি ডা. ভাস্কর নারায়ণ চৌধুরী, বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা আধিকারিক সিএস ঘোষ, জাতীয় পরীক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক অভিজাত শেঠ, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. অরিন্দম কর প্রমুখ বক্তারা সংক্রমণ নিয়ন্ত্রণের প্রতিটি দিক এবং এর সাথে সম্পর্কিত চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করেন।

No comments:

Post a Comment