৫০০০mAh ব্যাটারি, ট্রিপল এআই ক্যামেরার ফোন মাত্র সাত হাজারে - Songoti

৫০০০mAh ব্যাটারি, ট্রিপল এআই ক্যামেরার ফোন মাত্র সাত হাজারে

Share This

দেবপ্রিয় মণ্ডল, বেঙ্গালুরুঃ শিয়াওমি, রিয়েলমি’এর পর এবার জোরদার চমক দিল ইনফিনিক্স। বাজারে এল নতুন মোবাইল ইনফিনিক্স হট ৮। বেশ কিছু অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এই ফোনটি বাজারে আসায় চিন্তার ভাঁজ পড়েছে অন্যান্য বহুজাতিক সংস্থাগুলির কপালে। প্রায় সাড়ে ছয় ইঞ্চি স্ক্রিনযুক্ত এই ফোনে রয়েছে তিনটি ক্যামেরা, ৫০০০mAh ব্যাটারি। অত্যাধুনিক মিডিয়াটেকের প্রসেসর দেওয়া এই ফোনে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট। সংস্থার তরফে জানান হয়েছে এই প্রথম কম দামে ট্রিপল ক্যামেরা ফোন এল ভারতীয় বাজারে যা কোয়াডফ্ল্যাশ প্রযুক্তি ব্যবহার করে দিনের মত রাতেও ছবি তুলতে সমান পারদর্শী। সাম্প্রতিকতম অ্যান্ড্রয়েড পি প্রিলোড রয়েছে ফোনটিতে। রয়েছে মোশন ডিটেক্টিভ সেন্সর, এ.আই পোর্ট্রেট মোড, নচ্‌ স্ক্রিন সহ অন্যান্য ফিচার। সংস্থার সিইও অনিশ কাপুর জানিয়েছেন, “লঞ্চের পর ব্যাপক সাড়া মিলেছে ফোনটিতে। সাধারণের পকেটের কথা মাথায় রেখে যতটা সম্ভব কম দামে আমরা সবথেকে ভাল প্রযুক্তি দিতে সক্ষম হয়েছি”। ২-৩২জিবি ও ৪-৬৪জিবি এই দুটি ভ্যারিয়ান্ট রয়েছে ফোনটির। আপাতত তিনটি আলাদা আলাদা রঙে মিলছে এই স্মার্টফোন।


No comments:

Post a Comment