জোড়া আবৃত্তি সিডি প্রকাশ মুম্বই প্রবাসী বাঙ্গালী'র - Songoti - Songoti

জোড়া আবৃত্তি সিডি প্রকাশ মুম্বই প্রবাসী বাঙ্গালী'র - Songoti

Share This

দেবপ্রিয় মণ্ডল, কলকাতাঃ প্রায় দুই দশক ধরে বাস রুপোলি শহর সুদূর মুম্বাইতে, কিন্তু হিন্দি-মরাঠির ভিড়েও মাতৃভাষা ভোলেননি, ভোলেননি বাংলার সাহিত্যও। .তাই বাংলাভাষাকে সন্মান জানিয়ে সহেলী দাস প্রকাশ করলেন আবৃত্তির একজোড়া সিডি ‘কবিতার রামধনু’‘রজনীগন্ধা কফিন’ ও ‘আমার দূর্গা’ এই দুটি সিডির সমন্বয়ে পরিবেশিত হয়েছে এই অ্যালবামবৃহস্পতিবার বাচিকশিল্পী বিজয়লক্ষ্মী বর্মণ, কাজল সুর প্রমুখের উপস্থিতিতে ক্যালকাটা পোর্ট ট্রাষ্টের গেষ্ট হাউসে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল সুর মহাশয় নিজেই। 


আরও উপস্থিত ছিলেন শিল্পীর স্বামী ড. দেবেশ দাস ও ইউ. ডি. সিরিজের রাজকল্যাণ রায়। কিন্তু কার অনুপ্রেরণায় প্রায় ৩০বছর পর প্রভিতার আত্মপ্রকাশ? সহেলী জানালেন, অনুপ্রেরণা পেয়েছেন তাঁর স্বামী, মা, পরিবার ও রাজকল্যাণ রায়ের থেকে। তাঁকে নির্দেশ করেছেন কাজল সুর এবং আবহসঙ্গীত রুপায়ন করেছেন সুমন ব্যানার্জী। বর্ষামুখর সন্ধ্যায় ড. দাস জানালেন তিনি কিভাবে আবিষ্কার করলেন তাঁর স্ত্রীর এই গুণটি। এবং তারপর প্রায় ১০ মাসের প্রচেষ্টার ফসল এই সিডিসংকলন। অ্যালবামে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, সুনীল গাঙ্গুলী, সুবোধ সরকার, শুভ দাশগুপ্ত, শ্রীজাত, মল্লিকা সেনগুপ্ত, দেবব্রত সিংহ, অতনু বর্মণের মত পুরোন থেকে নতুন ১৯ কবির মর্মস্পর্শী ২৯টি কবিতা। অ্যালবামে নারীবাদী, প্রতিবাদী, সামাজিক কবিতার পাশাপাশি স্থান পেয়েছে প্রেম ও দর্শন। যখন বাঙালিরই ‘বাংলাটা ঠিক আসে না’ আর সিডি প্লেয়ার হচ্ছে ব্রাত্য সেখানে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বাংলার ভাষা ও সংস্কৃতিকে ভালবেসে সহেলীর এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন বিজয়লক্ষ্মী বর্মণ ও অন্যান্য বিশিষ্ট জনেরা।

No comments:

Post a Comment