অনুষ্পা বুটিকের পঁচিশ বছর উপলক্ষে প্রদর্শনী - Songoti - Songoti

অনুষ্পা বুটিকের পঁচিশ বছর উপলক্ষে প্রদর্শনী - Songoti

Share This

দেবপ্রিয় মণ্ডল, কলকাতাঃ যোধপুর পার্কের নারী সেবা সঙ্ঘে অনুষ্পা বুটিকের ২৫তম বার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে প্রদর্শনীবৃহস্পতিবার এই প্রদর্শনী উদ্বোধনে এসেছিলেন স্বনামধন্যা বাচিকশিল্পী ব্রততী বন্দোপাধ্যায় ও সাংবাদিক সোমা লাহিড়ী। ফিতে কেটে উদ্বোধনের পর তাঁরা ঘুরে দেখেন গয়না, পোষাক ও ঘর সাজানোর সামগ্রীর পসরা।



১৯৯৪এর ২২ অগস্ট দুই বান্ধবী অনুশ্রী এবং শম্পার হাত ধরে শুরু হয় এই বুটিক। প্রথমে নিজেদের সংগ্রহ দিয়েই শুরু করেন অনুষ্পা। পারিবারিক সাহায্য ছাড়াই নিজেরাই কিছু করার কথা ভেবেই জন্ম হয় এই প্রতিষ্ঠানের। নামী ডিজাইনারের তৈরি সামগ্রী কেনা সাধারণের সাধ্য নয়- এই প্রচলিত মিথ ভেঙে দিয়েছেন এই দুই ডিজাইনার। বিভিন্ন রকম ডিজাইনের ও ভাল মানের শাড়ি ও পোষাক প্রদর্শনীতে থাকলেও দাম রাখা হয়েছে সাধারণের পকেটের কথা ভেবেই।।

No comments:

Post a Comment