রাখিতে অনাথ শিশুদের পাশে সৃষ্টি ডান্স একাডেমী - Songoti

রাখিতে অনাথ শিশুদের পাশে সৃষ্টি ডান্স একাডেমী

Share This


দেবপ্রিয় মণ্ডল, কলকাতাঃ রাখি মানেই সম্প্রীতির বন্ধন, মানবতার বন্ধন। একে অপরের পাশে থাকার উদ্দেশ্য নিয়েই রাখি উৎসব। সমাজের বঞ্চিত অনাথ শিশুদের রাখি পরিয়ে সেই বার্তাই দিতে চাইল সৃষ্টি ডান্স একাডেমি। এদিন শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে হল রাখিবন্ধন। ১৫০ জন অনাথ


শিশুদের হাতে রাখি বাঁধলেন সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি ও তার সহযোগীরা। এরা এই বিদ্যালয়েরই আবাসিক। এই কচিকাঁচাদের সঙ্গে মূহুর্ত ভাগ করে নিতে এসেছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ সদস্য দেবাশিষ কুমার, চলচ্চিত্র পরিচালিকা পারমিতা মুন্সী, শতরূপা স্যানাল। উপস্থিত ছিলেন সংবেদন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সমিত সাহা ও মধুবন চক্রবর্তী প্রমুখ। এদের সাথে আনন্দ ভাগ করে নিতে পেরে উল্লসিত সারা বছর আনন্দযজ্ঞে মুলত ব্রাত্য থাকা শিশুরা। উৎসবে এসে দেবাশিষ কুমার বলেন, “পড়াশুনোর পাশাপাশি এই ধরণের অনুষ্ঠান থেকে যদি সংস্কৃতিমনস্ক সমাজ তৈরি করা সম্ভব হয় তবেই সমাজ থেকে হিংসা দূর হবে।“ সৃষ্টির কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলী জানান, তিনি ভবিষ্যতে অনাথ শিশুদের জন্য অনেক কাজ করতে চান। তাঁর প্রাথমিক লক্ষ্য এই আবাসিকদের থাকার জায়গার উন্নতিসাধন করা।।




No comments:

Post a Comment