মুখোমুখি সুস্মিতা দলাই - Songoti

মুখোমুখি সুস্মিতা দলাই

Share This

সম্প্রতি কলকাতার নাট্যমঞ্চগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে এক বছর কুড়ির নবীনা, সুস্মিতা দলাই। তার অভিনয় নজর কেড়েছে দর্শকের। আমাদের প্রতিনিধি কথা বললেন তার সাথে -


সঙ্গতিঃ তোমার অভিনয় তো বেশ প্রশংসিত হচ্ছে। কেমন লাগছে?

সুস্মিতাঃ অভিয়াসলি খুবই ভাল লাগছে। সবাই ভাল বলছে।

সঙ্গতিঃ নাটকে আসার প্রস্তুতি নিতেই কি তরুন বয়সে আত্মপ্রকাশ?

সুস্মিতাঃ একেবারেই না। আমি অভিনয় ভালবাসি। আগে স্কুলের বিভিন্ন প্রোগ্রামে অভিনয় করেছি, পাড়ার ক্লাবে করেছি। আসলে ছোটবেলায় একটু লাজুক প্রকৃতির ছিলাম।

সঙ্গতিঃ এখনও কি লাজুকই নাকি লজ্জা কাটিয়ে....

সুস্মিতাঃ না, না। পুরোপুরি কাটেনি। (হাসি) আসলে অভিনয়ে লজ্জা পেলে চলে না। দেখা গেল কোনো দাদা আমার স্বামীর অভিনয় করছে। তখন কিন্তু অভিনয়ে সে আমার স্বামীই।

সঙ্গতিঃ অভিনয়ে কার অনুপ্রেরণায়?

সুস্মিতাঃ ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল অ্যাক্টিং করার। পড়াশুনোর চাপে হয়ে ওঠেনি। পরে ভাবব বলে তুলে রাখা ছিল। তবে মায়ের ইচ্ছা ছিলই আমি অভিনয় করি।

সঙ্গতিঃ ছোটবেলাটা কোথায় কেটেছে?


সুস্মিতাঃ কলকাতাতেই। আমি পুরোদস্তুর শহুরে।

সঙ্গতিঃ পড়াশুনোর চাপ কি এখন কমেছে?

সুস্মিতাঃ অনেকটাই। কলেজে পড়ছি। সুযোগ পেলেই অভিনয়ে সময় দিই।

সঙ্গতিঃ ফিউচার প্ল্যান কি?


সুস্মিতাঃ অবশ্যই অভিনয় নিয়ে এগোব। টলিউডে যাওয়ার ইচ্ছে খুবই। বড়পর্দায় কাজ করতে চাই।

সঙ্গতিঃ ছোটপর্দায় যাওয়ার ইচ্ছে নেই?

সুস্মিতাঃ সুযোগ এলে অবশ্যই করব।

সঙ্গতিঃ অভিনয় ছাড়া আর কি ভাল লাগে?

সুস্মিতাঃ অভিনয় ছাড়া? (হাসি, তারপর একটু ভেবে) মডেলিং। আর হ্যাঁ, আমি খেতে খুব ভালবাসি।

সঙ্গতিঃ অভিনয়, মডেলিং করতে নাকি ডায়েটিং করতেই হয়।

সুস্মিতাঃ ওইযে একটা কথা আছে না ‘নো লস নো গেন’। আমার সবথেকে বেশি ভালবাসা অ্যাক্টিংএ। তার জন্য যা কিছু করতে হয় আমি করতে এক কথায় রাজি।

সঙ্গতিঃ তাহলে কি টলিউডে নতুন মুখ এবার সুস্মিতা?

সুস্মিতাঃ এখনও তো ডাকেনি, ডাকলে জানাব। যাব তো পাক্কা।

No comments:

Post a Comment