তামাক নিয়ন্ত্রনের আহ্বানে টুমোরো ফাউন্ডেশন - Songoti

তামাক নিয়ন্ত্রনের আহ্বানে টুমোরো ফাউন্ডেশন

Share This
পল্লবী ব্যানার্জী, কলকাতাঃ রাজ্যসরকার কে কটপা COTPA রেগুলেশন আরও কঠোর ভাবে পালন এর জন্য এবং এই বাড়তে থাকা তামাক এর মহামারি বন্ধ করার জন্য। ডাঃ মাহফুজ আরিফ, এম ডি, রেডিওথেরাপি (ইন চার্জ), সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ সেন্টার এই উপলক্ষে উপস্থিত ছিলেন এবং বলেছেন, “ তামাক এর ব্যবহার মারাত্মক, এটি পশ্চিমবঙ্গে বিপজ্জনক গতি অর্জন করছে। এখন আমরাই দায়িত্ব নিয় আমাদের ভবিষ্য প্রজন্ম কে স্বাস্থ্যকর বানানোর”।  ইন্দ্রনীল দাসগুপ্ত, প্রোগ্রাম ম্যানেজার, টুমোরো ফাউন্ডেশন, এই উপলক্ষে বলেছেন, “তামাক গ্রহন দেশের সবচেয়ে মারাত্মক অভ্যাস। এটি প্রতিরোধ যোগ্য মৃত্যুর মূল কারন। আমাদের এই সম্মেলন এর মুল লক্ষ্য রাজ্যসরকার এর কাছে কটপা COTPA এর বিষয়ে আলোকপাত করতে আহ্বান জানানো। আমরা যুব সমাজ কেও আহ্বান জানাচ্ছি এই বিষয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য”।।
 

GATS ২ (গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে) এর ২০১৬-১৭ সালের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত হল তামাক ব্যবহারকারি দেশ গুলির মধ্যে বিশ্বে দ্বিতীয়। ভারতের ২৮.৬% মানুষ ই তামাক সেবন করেন। তামাকের কারনে দেশে বছরে প্রায় ১.৩ লক্ষ মানুষের মৃত্যু হয়। পশ্চিমবঙ্গে তামাক সেবনকারীর সংখ্যা মারাত্মকভাবে বেশি। মোট জনসংখ্যার ৩৩.৫% ই তামাক আসক্ত। ৪৮.৫% তামাক সেবনকারী হল পুরুষ যেখানে ১৭.৯% হলেন মহিলা তামাক সেবনকারী। ৬৬.৫% মানুষ প্যাসিভ স্মোকিং এর শিকার, যা COTPA আইন অমান্য করার ফলে হয়ে থাকে। রাজ্যে ৫.৪% মহিলা গর্ভাবস্থাতেও ধূমপান করেন। রাজ্যের ৯.৬% মানুষ ১৫ বছর বয়েসে ধূমপান শুরু করে, ১৯% মানুষ ১৮ থেকে ১৯ বছর বয়েসের মধ্যে ধূমপানে আসক্ত হয়ে পড়ে আর বাকি ৫৩.৮% মানুষ ২০ থেকে ৩৪ বছর বয়েসের মধ্যে ধূমপান কে অভ্যাসে পরিণত করে ফেলে।।

No comments:

Post a Comment