

GATS ২ (গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে) এর ২০১৬-১৭ সালের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারত হল তামাক ব্যবহারকারি দেশ গুলির মধ্যে বিশ্বে দ্বিতীয়। ভারতের ২৮.৬% মানুষ ই তামাক সেবন করেন। তামাকের কারনে দেশে বছরে প্রায় ১.৩ লক্ষ মানুষের মৃত্যু হয়। পশ্চিমবঙ্গে তামাক সেবনকারীর সংখ্যা মারাত্মকভাবে বেশি। মোট জনসংখ্যার ৩৩.৫% ই তামাক আসক্ত। ৪৮.৫% তামাক সেবনকারী হল পুরুষ যেখানে ১৭.৯% হলেন মহিলা তামাক সেবনকারী। ৬৬.৫% মানুষ প্যাসিভ স্মোকিং এর শিকার, যা COTPA আইন অমান্য করার ফলে হয়ে থাকে। রাজ্যে ৫.৪% মহিলা গর্ভাবস্থাতেও ধূমপান করেন। রাজ্যের ৯.৬% মানুষ ১৫ বছর বয়েসে ধূমপান শুরু করে, ১৯% মানুষ ১৮ থেকে ১৯ বছর বয়েসের মধ্যে ধূমপানে আসক্ত হয়ে পড়ে আর বাকি ৫৩.৮% মানুষ ২০ থেকে ৩৪ বছর বয়েসের মধ্যে ধূমপান কে অভ্যাসে পরিণত করে ফেলে।।
No comments:
Post a Comment