সঞ্চিতা ভট্টাচার্য্যে'র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল আমি চিত্রাঙ্গদা - Songoti

সঞ্চিতা ভট্টাচার্য্যে'র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল আমি চিত্রাঙ্গদা

Share This
পায়েল পাল, কলকাতা ঃ  "নহি দেবী, নহি সামান্যা নারী....." প্রাক ১৫০ বছর আগে বিশ্ব বরেন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে উঠে এসেছিল তাদের কথা। তাদের বাহির পুরুষ রূপী হলেও ভিতর নারী'র মতো কোমল মন। তারা রুপান্তরকামী গোষ্ঠী, সমাজে'র কিছু অংশ তাদের অধিকার থেকে অনেকাংশে
 বঞ্চিত করেছেন। কিন্তু তারা যে বঞ্চিত হওয়ার নয় তারই নজির তৈরী করল রূদ্রপলাশ।রূদ্রপলাশ একটি রূপান্তরকামী সম্প্রদায়ের এক নৃত্য সংস্থা, যার কর্নধার হলেন দেশের প্রথম রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তন। কিন্তু এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। ওডিসি নৃত্য শিল্পী গুরু সঞ্চিতা ভট্টাচার্য্যে'র তত্ত্বাবধানে ও রূদ্রপলাশের প্রযোজনায় পালন হল ঋতু 
                   
উৎসব। প্রতিবছরই ঋতুপর্ন ঘোষকে স্মরন করে ঋতু উৎসব পালন করেন রূদ্রপলাশ। রূদ্রপলাশের উৎসবটিতে দেশে তথা পৃথিবীতে প্রথমবার উপস্থাপিত করা হয় রবী ঠাকুরের চিত্রাঙ্গদা। যেখানে দুই নারী'র সত্ত্বা সুরূপা বা কুরূপা নয়, হয়ে উঠেছেন আলোকলতা এবং মহাশ্বেতা। আলোকলতা চরিত্র উপস্থাপন করেছেন গুরু সঞ্চিতা ভট্টাচার্য্য ও মহাশ্বেতা চরিত্র উপস্থাপন করেছেন মেঘ সায়ন্তন। সমগ্র নৃত্যনাট্যটি উপস্থাপনা ওডিসি এবং রবীন্দ্র নৃত্যশৈলীতে করা হয়।।

No comments:

Post a Comment