
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ তিনি ছিলেন সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার সুরে ছন্দে সঙ্গীত প্রেমীরা পেয়ছে আধুনিক গানের ছোঁয়া। গত ২৭ জুন ছিল তার জন্মদিন। সেই উপলক্ষ্যে সঙ্গীত জগতের দুই সঙ্গীত শিল্পী শুভলক্ষী দে ও রতনেন্দ্র ভাদুড়ীর যৌথ উদ্যোগে আয়োজিত হল সঙ্গীত সণ্ধ্যা। বর্তমান সময়ের কিছু সঙ্গীত শিল্পীরা তার গাওয়া সঙ্গীত পরিবেশন করেন।এই অনুষ্ঠানে উপস্হিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী কার্তিক ব্যানর্জী সহ বিশিষ্ট রা।
No comments:
Post a Comment