পায়েল পাল, কলকাতা ঃ ৪ জি সার্ভিস লঞ্চ করার পর ভারতী এয়ারটেল লঞ্চ করতে চলেছে প্রাক ৫ জি
নেটওয়ার্ক অর্থাৎ ম্যাসিভ মিমো। মিমো শব্দের অর্থ মাল্টিপল ইনপুট, মাল্টিপল আউটপুট। সিইও (পশ্চিমবঙ্গ ও ওডিশা) সমীর আঞ্জারিয়া জানান যে, "আইপিএলের সময় কলকাতায় ইডেন গার্ডেনের প্রাক -৫ জি মিমো প্রযুক্তির পরীক্ষা চালানো হয়েছিল, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল"। উচ্চ গতির ডাটা এবং ভয়েস সার্ভিসের জন্য নেটওয়ার্ক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে খুবই শীঘ্রই মহানগরীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রযুক্তি চালু করবে এয়ারটেল।।
No comments:
Post a Comment