থিয়েটারের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে শহরে হাজির দ্যা স্টেজ ডোর - Songoti

থিয়েটারের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে শহরে হাজির দ্যা স্টেজ ডোর

Share This

পায়েল পাল, কলকাতাঃ থিয়েটার সমাজের আয়না। সমাজের রাজনৈতিক থেকে অর্থনৈতিক সমস্যায় সবতেই থিয়েটার  হয়ে ওঠে কন্ঠ। কিন্তু আধুনিক থিয়েটারে সেই কন্ঠ আজকাল আর সে ভাবে পরিলক্ষিত হয় না। তাই বর্তমান প্রজন্মকে থিয়েটারের সেই গুরুত্ব বোঝাতে "দ্যা স্টেজ ডোর" নিয়ে এসেছে ৩টি আধুনিক কর্মশালা। যেখানে আঞ্চলিক ভাষার ব্যারিয়ারকে ভেঙ্গে দিয়ে আন্তর্জাতিক মানের অবকাঠামো দেওয়া হবে।। 


সম্প্রতি দ্যা স্টেজ ডোর এর প্রশিক্ষক ঋজিতা চ্যাটার্জি জানিয়েছেন, "কাল এবং দেশের গণ্ডি-কে জয় করতে না পারলে থিয়েটার-এর বিজয় যাত্রা থমকে যেতে বাধ্য।যে কোনো থিয়েটারের সফলতা নির্ভর করে দুটো বিষয়ের উপর, প্রথমতঃ শিল্পীর সাফল্য এবং দ্বিতীয়তঃ সামগ্রিক সাফল্যের উপর।  শিল্পীর সাফল্য

 নির্ভর করে তার ব্যক্তিগত প্রশিক্ষণ ও অধ্যাবসায়ের উপর, অপরপক্ষে থিয়েটার-এর সামগ্রিক সফলতা নির্ভর করে অভিনেতা অভিনেত্রীদের কর্মকুশলতা ও অন্যান্য বিষয়ের উপর। তাই ওয়ার্কশপের গুরুত্ব অপরিসীম।"

No comments:

Post a Comment