পায়েল পাল, কলকাতাঃ জারেক এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় আগামী ১০ই জুন "চিনেবাদাম" মুক্তি পাওয়ার কথা। শহর জুড়ে ইতি মধ্যেই পোস্টার সর্বত্র। তারই মধ্যে আজ
সকাল এ অভিনেতা ইয়াস দাশগুপ্ত টুইটে জানান তিনি প্রোডাকশন হাউস ও ডিরেক্টরের সাথে কোনোভাবেই যুক্ত নয়। কারন বলতে কেবল তিনি "সৃজনশীল পার্থক্য" এর কথাটুকুই
উল্লেখ করেছেন। কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার ৫ দিন আগে এমন কি ঘটল যে ইয়াস নিজেকে সরিয়ে নিলেন, এই নিয়ে থাকছে জল্পনা.....
ফিচার ফোটো সৌজন্যঃ আনন্দবাজার অনলাইন
No comments:
Post a Comment