পেনপ্রিন্টস পাবলিকেশন আয়োজিত 'লেকটাউন কবিতাউৎসব ২০২২' - Songoti

পেনপ্রিন্টস পাবলিকেশন আয়োজিত 'লেকটাউন কবিতাউৎসব ২০২২'

Share This

 কলকাতাঃ  বাংলার পয়লা বৈশাখের শুভ দিনটিতে কলকাতার পেনপ্রিন্টস পাবলিকেশন আয়োজিত 'লেকটাউন কবিতাউৎসব ২০২২' মহা সমারোহে উদযাপন হলো। অতিমারীর দুঃসহ সময় কাটিয়ে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতা এবং তার সংলগ্ন বেশ কিছু এলাকা, হাওড়া, হুগলী, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং মালদা থেকে কবিরা অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানের শুভ সূচনায় প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন অগ্নি-নির্বাপন ও জরুরি পরিষেবার দায়িত্বে থাকা মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয়। অনুষ্ঠানের সূচনাতেই পেনপ্রিন্টসের কর্ণধার শ্রী সুপ্রিয় চক্রবর্তী,  বলেন যে এই সন্ধ্যের মূল

বিষয়ই হলো কবিতার মধ্যে দিয়ে জীবন উদযাপন। এই দিনের প্রধান অতিথিদের মধ্যে ছিলেন দুই বাংলার বিখ্যাত কবি-নাট্যকার আরণ্যক বসু, আধুনিক কবিতার জনপ্রিয় মুখ পার্থজিৎ চন্দ, সত্যেন্দ্রনাথ দত্ত পুরস্কারপ্রাপ্ত কবি সুমিতাভ ঘোষাল, সাংবাদিক ও লেখক বরেন ঘোষ। সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় আসতে না পারলেও অনুষ্ঠানের প্রারম্ভেই তার একান্ত শুভেচ্ছা পাঠিয়ে দেন। এদিনের এই কবিতা সন্ধ্যায় বাংলার পাশাপাশি ইংরেজি কবিরাও আমন্ত্রিত ছিলেন। সাহিত্য-আকাদেমির নিয়মিত লেখিকা ও অধ্যাপিকা কেতকী দত্ত, মুম্বই-নিবাসী কবি পারমিতা মুখার্জী মল্লিক, কবি এবং অধ্যাপিকা মধু শ্রীবাস্তব, অমিতা রায় ও কবি- অধ্যাপক অনীক চ্যাটার্জী সকলেই ইংরেজি কবিতা পড়েন। পরিকল্পনামতোই, কবিতাপাঠ করেন প্রায় পঁয়ষট্টিজন কবি। স্বাদবদল আনতে অনুষ্ঠানটিতে দুটি

 অনুগল্প এবং দুটি আবৃত্তিও উপস্থাপিত হয়। সাংবাদিকতা ও গণমাধ্যমের অধ্যাপক এবং লেখক সৈকত মজুমদার তার অনবদ্য একটি ছোটগল্পের মাধ্যমে আগত অতিথিদের মন জয় করে নেন। এই সময়ের আরেকজন জনপ্রিয় মহিলা সাংবাদিক ও কবি পায়েল পালের কাব্যিক আল্পনাও এই অনুষ্ঠানটিতে এক অসাধারণ রং সংযোজন করে। পেশাগত দিক দিয়ে সম্পূর্ণ আলাদা হলেও প্রত্যেককেই এক করে দিয়েছিলো শুধুই কবিতার প্রতি ভালোবাসা ও অনুরাগ। সকল কবি-গল্পকারদের পেনপ্রিন্টসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়, এবং পরিশেষে ঘোষণা হয় যে এরকম অনুষ্ঠান কলকাতার বুকে ভবিষ্যতে আরো যাতে হয়, সেই বিষয়টি মাথায় রাখা হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক ও টেকটাচ এন্টারটেইনমেন্টস-এর কর্ণধার ঋষি ভট্টাচার্য ও অধ্যাপিকা-কবি শ্রীতন্বী চক্রবর্তী।

No comments:

Post a Comment