সৌমী সেন : প্রায় দীর্ঘ কুড়ি বছর ধরে ছোটপর্দা থেকে বড় পর্দা সর্বত্রই মন জয় করেছেন মনামি ঘোষ। তার ফ্যানের সংখ্যাও নেহাত কম নয়, আর হবে নাই বা কেন? তার মিষ্টি হাসি তার সাবলীল অভিনয় সেই প্রথম থেকেই দর্শকদের মন জয় করেছে . অভিনয় শুরু করেন ছোটপর্দা দিয়ে তারপর একে একে বড়পর্দা থেকে এখন সবথেকে অন্যতম গুরুত্বপূর্ণ প্লাটফর্ম ওটিটি অর্থাৎ ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করলেন মনামি ঘোষ অবশ্যই দুষ্টু মিষ্টি বৌদি হিসাবে। হইচইয়ের ওয়েব সিরিজ এ মনামি ঘোষ আত্মপ্রকাশ করলেন। ছবির নাম হল মৌচাক. মৌচাক এর ট্রেলার লঞ্চ এর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দু'লক্ষ ভিউয়ার হয়ে গেছে। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে আগামী আঠারই জুন এই ওয়েব সিরিজটি লঞ্চ করার পর কি বিপুল পরিমাণে সাফল্য পেতে চলেছে।
এবার আসা যাক এই ছবির গল্পে , এই ছবিতে মৌ বৌদি অর্থাৎ মনামি ঘোষ একটা সাধারণ গৃহবধু। ঘটনার সূত্রপাত ঘটে একটি লটারি টিকিট কে কেন্দ্র করে। পাড়ায় তার কিছু অনুরাগী ও আছে অর্থাৎ তাঁর ঠাকুরপোরা. অন্যদিকে, তার বরের ভূমিকায় অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক. তিনি বেচারা এই ঠাকুরপোদের জ্বালায় অতিষ্ঠ হয়ে যান। তারপর মৌ বৌদির ঘরে একটা খুন হতে দেখা যায়। এখন খুনটা আসলে কিসের জন্য লটারি টিকিট কে কেন্দ্র করে নাকি অন্য কিছু। শেষ পর্যন্ত কি হলো সেটা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে ১৮ জুন পর্যন্ত। তবে বলে রাখি এটা কিন্তু পুরোটাই কমেডি ফিল্ম। দুপুর ঠাকুরপো সিরিজ এরপর এটা হল ঠাকুরপোদের জন্য আরেক নতুন কমেডি সিরিজ। শাহানা দত্তকে দ্বিতীয়বার ওয়েব সিরিজের প্রযোজক হিসেবে পাওয়া গেল। তিনি জানালেন দুপুর ঠাকুরপো থেকে এটি সম্পূর্ণ আলাদা একটি ওয়েব সিরিজ আর স্বভাবতই এই ফ্লিম নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। অন্যদিকে মনামি ঘোষ ও তার প্রথম ওয়েব সিরিজ নিয়ে যথেষ্ট আশাবাদী ইতিমধ্যে তার ফ্যানদের কাছে তার সাফল্য নিয়ে যথেষ্ট প্রশংসা পেয়েছেন তিনি। এই ছবিতে মনামি ঘোষ এবং কাঞ্চন মল্লিক ছাড়াও রয়েছেন সৌরভ চ্যাটার্জী , উজান চ্যাটার্জী, দেবব্রত মুখার্জী, সুহর্ত মুখার্জী, অপ্রতিম চ্যাটার্জী, জিম্মি ব্যানার্জি প্রমূখ অভিনেতা-অভিনেত্রীরা। সবমিলিয়ে জমজমাট মৌচাক. তাহলে মৌচাকের মধু খেতে ও সরি সরি মৌ বৌদি কে দেখতে রেডি তো।
No comments:
Post a Comment