পায়েল পাল, কলকাতাঃ শিশুরা আগামীর ভবিষ্যৎ । কিন্তু ভারতবর্ষে কত শিশুর আশ্রয় পথের দুধারের ফুটপাতে, যাদের দুবেলা প্রতিদিন খাবার জোটে না সঠিক মতন। তাদের কাছে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা এই শব্দগুলোর হয়ত কোনো মানে জানে না। রাস্তার ধূলো আর পরিবেশের হাওয়া তাদের জীবনের সাথে অঙ্গ হয়ে উঠেছে। এই করোনা মহামারীতে যখন মানুষ মানুষকে প্রায় ভার্চুয়ালে আপন করেছে নিয়েছে তখন এই পথশিশুদের নিয়ে ভাবনাটাও তলানিতে ঠেকেছে প্রায়।
তবে শ্যামবাজার এলাকার পথশিশুদের কথা ভেবেছেন মেট্রো ফার্মার কর্ণধার সোমনাথ ঘোষ এবং ডা. সৌরভ কুমার ঘোষ। একদিকে যেমন নিরলস পরিশ্রম করছেন ন্যায্য মূল্যে ওষুধ দিয়ে মানুষকে সুস্থ করতে পাশাপাশি পথশিশুরা যাতে করোনা আবহে সুস্থ থাকে তাদের নিয়মিত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে মেট্রো ফার্মা৷ যদিও এই উদ্যোগ কেবল করোনার কারণে নয়৷ প্রতিবছরই মেট্রো ফার্মার উদ্যোগে পথশিশুদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়৷ আজ ১৬ জুন মেট্রো ফার্মার শ্যামবাজার শাখায় প্রায় ২০০ এর বেশি
পথশিশুদের বিনামূল্যে একটি হেলথ কিট দেওয়া হল। যার মধ্যে মাস্ক স্যানিটাইজার ছিলই বলা বাহুল্য৷ এছাড়া ওরাল রিহাইড্রেশন সলিউশন (ORS) দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন থেকে সুরক্ষা দিতে এবং সুস্থ থাকতে প্রয়োজন এমন সব জিনিস রয়েছে হেলথ কিটে৷ প্রসঙ্গত, উপস্থিত ছিলেন অভিজ্ঞ চিকিৎসক ডা. সৌরভ কুমার ঘোষ। এই সময় শিশুদের সুস্থতার জন্য কী করা প্রয়োজন সেই বিষয় তিনি জানালেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চিত্র পরিচালক ও প্রযোজক সত্রাজিৎ সেন৷
No comments:
Post a Comment