সুজিত বোসের উদ্যোগে ঢাকার উদ্বাস্তু কলোনীতে পাট্টা প্রদান অনুষ্ঠান দক্ষিন দম দম পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে - Songoti

সুজিত বোসের উদ্যোগে ঢাকার উদ্বাস্তু কলোনীতে পাট্টা প্রদান অনুষ্ঠান দক্ষিন দম দম পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে

Share This


বার্তা প্রতিবেদন, কলকাতাঃ  ১৯৭১ সালের ২৪ মার্চের আগে যাঁরা বাংলাদেশ থেকে এসেছেন, চলতি নাগরিকত্ব আইন অনুযায়ী তাঁরা উদ্বাস্তু হিসেবে বিবেচিত হন। দুই ২৪ পরগনা, নদিয়া, মালদহ-সহ মোট ১২টি জেলায় উদ্বাস্তু কলোনি রয়েছে। যাঁরা গত ৪০ বছর ধরে কলোনির জমি ভোগদখল করছেন, তাঁদের মালিকানা দিয়ে দেবে ভূমি দফতর। দফতরের হিসেব, এ রকম কেন্দ্রীয় সরকারি জমির পরিমাণ প্রায় ৯৭৩ একর ও ব্যক্তি মালিকানার জমি রয়েছে আনুমানিক ১১৯ একর। 


রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা মেনে উত্তর ২৪ পরগনার দক্ষিনদাড়ী অঞ্চল সহ আশে পাশে এলাকায় সদ্য অনুষ্ঠিত হল পাট্টা প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ১১৬ বিধাননগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জরুরী বিভাগের মন্ত্রী সুজিত বোস এবং দক্ষিণ দম দম পৌরসভার ৩৫ নং ওয়ার্ডের কো - অরডিনার টিঙ্কু ভার্মা সহ বহু আধিকারীক। এদিন মন্ত্রী জানান, "আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আস্তে আস্তে দক্ষিনদাড়ী অঞ্চলের ৫ নম্বর, ২ নম্বর, ১ নম্বর, শাস্ত্রীজী কলোনী, অরবিন্দ কলোনী সহ দিয়ে দেওয়া হবে।" 

No comments:

Post a Comment