আহত ব্যাক্তিদের ও তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয় যে..., তৃণমূলের ব্লক সভাপতি তাপস ঘোষ ও তাঁর ছেলে তুহিন ঘোষ দুজনে, বিজেপির কর্মী উত্তম ঘোষের জমির পাশে বেআইনি ভাবে সরকারি আইন না মেনে, তার জমি ঘেসে পুকুর কাঁটায় বাঁধা/ আপত্তি করলে, প্রথমে তর্ক-বিতর্কের মাধ্যমে হাতাহাতি শুরু হয়, ও সর্ব শেষে তৃণমূল ব্লক সভাপতি তাপস ঘোষ ও তার ছেলে তুহিন ঘোষ বিজেপি কর্মী উত্তম ঘোষ স্ত্রী সহ ওই ৪ জন বিজেপির কর্মীদের উপর বোমা হামলা চালায়।
সোমবার সকালে আহতদের দেখতে হাজির ছিল রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। তিনও এই ঘটনার তীব্র নিন্দা করেন ও দোষীদের উপযুক্ত শাস্তি'র দাবী করেন। ও এই ঘটনায় প্রত্যক্ষ তৃণমূলের যোগ আছে বলেও দাবি করেন।
No comments:
Post a Comment