শ্রীজিৎ চট্টরাজ : শুক্রবার উত্তর চব্বিশ পরগনার বিজপুর এলাকা থেকে গোপন সূত্রে থেকে খবর পেয়ে কলকাতার এক বেসরকারি গোয়েন্দা সংস্থার কর্ণধার রাজু আহমেদের উদ্যোগে রাজ্য গোয়েন্দা বিভাগ ও বিজপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে এক ডেরা থেকে লক্ষাধিক টাকার জনপ্রিয় ব্র্যান্ডের ভেজাল মধু ও মাথার তেল আটক করা হয়। গ্রেপ্তার হয় একজন।তাকে জিজ্ঞাসাবাদ করে এই ভেজাল কারবারে যুক্ত অন্য অপরাধীদের খোঁজ চলছে।
বেসরকারি গোয়েন্দা সংস্থার পক্ষে রাজু আহমেদ জানান,করোনা পরিস্থিতে মানুষ দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়তে বেশি করে মধু ব্যবহার করছেন।ভেজাল কারবারিরা এক কেজি মধুর সঙ্গে চারগুণ চিনির সিরাপ ও ক্ষতিকর কেমিক্যাল রং,গন্ধ মিশিয়ে মুনাফা করছে।প্রশাসনের সহযোগিতায় রাজ্য ব্যাপী ধারাবাহিক তল্লাশি চলছে।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভেজাল কারবারিদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হচ্ছে।
No comments:
Post a Comment