শতাব্দীর পাড়ে | মৈত্রেয়ী ঘোষ | সাহিত্যগ্রাফি - Songoti

শতাব্দীর পাড়ে | মৈত্রেয়ী ঘোষ | সাহিত্যগ্রাফি

Share This
একরাশ কান্না নিয়ে বুকে বিষন্নতার ছবি আঁকি
এড়িয়ে গিয়েছো সে সব‌ই সন্তর্পণে দিয়ে ফাঁকি,

বুকের পাঁজরে জমা ঘা উল্লাসে মাতে সর্বক্ষণ
প্রলেপ পড়েনি সেই ক্ষতে যন্ত্রণা করেছি সহন,

নিলামে উঠেছে সব সুখ স্পর্শেও দাওনি আগল
পারতে তো মমত্বে মুড়ে মেরামত করতে ফাটল,

স্থাবর অস্থাবর জন্মদোষ ঘিরে নিঃসঙ্গ জীবন
দাউ দাউ জ্ব'লে সহ্যহীন পুড়িয়ে যাচ্ছে আমরণ,

জমা যত হৃদয়ের ব্যথা ছড়িয়েছি সূচনার বীজে
সংখ্যাহীন শতাব্দীর পাড়ে পুনর্জন্মে নিও খুঁজে।

No comments:

Post a Comment