প্রতিটি মুহূর্তই নতুন | অমিত কুমার জানা | সাহিত্যগ্রাফি - Songoti

প্রতিটি মুহূর্তই নতুন | অমিত কুমার জানা | সাহিত্যগ্রাফি

Share This

ঘড়ির কাঁটাকে আটকে রাখা যায় না,
মুহূর্তেই পার হয় কত অগণিত অণু মুহূর্ত,
এই মুহূর্তের সমাহারই একদিন পার করে আস্ত একটা বছর।
তারপর নতুন বছরের নতুন দিনে,
সবাই মেতে উঠি বর্ষবরণের উৎসবে।
নববর্ষ উৎযাপিত হয় মহোল্লাসে ,
বাজি পোড়ানো হয়,সুরার ফোয়ারা ওঠে নির্দ্বিধায়।
এভাবেই একটা বছর গত হয় কারও আলস্যে,
কারও বা বারো মাস বয়ে যায় কর্মস্রোতে।

বিগত যত প্রতিবন্ধকতার জঞ্জাল সরিয়ে-
নতুনত্বের স্পর্শ পাওয়ার চেষ্টা শুধুই নতুন দিনে?
প্রয়োজনের আকর্ষণই জাগিয়ে তোলে উদ্যমকে,
অন্তর থেকে প্রেরণার অঙ্কুর মাথা তোলে।
অদম্য ইচ্ছা নতুন দিনের অপেক্ষা করে না,
প্রকৃত তাগাদা দিনের বিশেষত্ব খোঁজে না,
 মুহূর্তের কাজ আগামীর জন্য বাসি করে না।
নতুনত্বের নেশায় ইচ্ছাস্রোত পার করে কত পারাবার,
এদের কর্মচঞ্চলতায় নতুন বছরের হিসাব হারিয়ে যায়,
এদের বিনিদ্র প্রয়াসেই রচিত হয় যুগান্তকারী ইতিহাস।

No comments:

Post a Comment