বিপর্যয়ের পরে | চঞ্চল রায় চৌধুরী | সাহিত্যগ্রাফি - Songoti

বিপর্যয়ের পরে | চঞ্চল রায় চৌধুরী | সাহিত্যগ্রাফি

Share This

মনে কর অনেকদিন গেল
অদৃশ্য সেই মারণ ভাইরাস
মহাকাশে বিলীন হল ।
লক্ ডাউন গেছে ঘুচে
রোগ জব্দ ঘেরাটোপে দৈবের আঁচে ,
করোনার লকলকে জিভ লক্ হয়েছে চিরতরে,
আকাশ নূতন, বাতাস নূতন
মহামারীর ভীষণ প্রকোপ হতে মুক্ত ভুবন ,
সবুজ ক্ষেত্র চারিধারে ।
সবুজ আরো প্রাণবন্ত নবজীবনের মোহে
যা গেছে তা গেছে
হারানো শোক মুছে ,
দিন ফিরাবার নূতন কর্মে জাগ্রত গৃহে গৃহে ।

সভ্যতা আবার নূতন হবে
নবজনমের আনন্দ হিল্লোলে
মাতোয়ারা সবে শঙ্খরবে ।
সবুজের দৃঢ় আহ্বানে
প্রকৃতি বণানীতে সেজে স্থানে স্থানে ,
নূতন পৃথিবী জন্ম দেবে পবিত্র ভূমি 'পরে ,
দিকে দিকে শান্তি বাণী
সমীরণে সেই মধুর ধ্বনি ,
'বয়ে আনবে মুক্তি পারাবারে ।।

No comments:

Post a Comment