আ-মরি বাংলা ভাষা || শম্পা দাস - Songoti

আ-মরি বাংলা ভাষা || শম্পা দাস

Share This

যেদিন   আমি   প্রথম   দেখেছিলাম  বিরাজদাকে সেদিন  ছিল  ভাষা  দিবস  I  মাতৃভাষা নিয়ে আলোচনা এবং  পুরস্কার বিতরণ সভা চলছিল  কলেজে I কয়েকটি কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপকেরা এসেছিলেন আমাদের কলেজের  এই আলোচনা সভাতে I আমি তখন প্রথম বর্ষের ছাত্রী I সবেমাত্র বিদ্যালয় ছেড়ে আসার গন্ধ শরীর থেকে যায়নি তখনো I মঞ্চের একপাশে বসে সবার কথা মন দিয়া শুনছিলাম I প্রথম বক্তব্য রেখেছিলেন  প্রিন্সিপাল স্যার I আজও কয়েকটা কথা মনে আছে I তিনি বলেছিলেন " একটি মা হাজার প্রসব যন্ত্রনা সহ্য করে নেয় একটি  শিশুকে ভূমিষ্ঠ করার  জন্য, ছোট্ট শিশুর মুখে প্রথমবার মা ডাক শোনার জন্য, ঠিক তেমনই একজন প্রধান শিক্ষক অনাবিল আনন্দ খুঁজে পান অথবা  সম্মানিত হন একজন আদর্শ ছাত্র গঠনে I যে ছাত্র সর্বদাই ব্যাস্ত থাকে তার কলেজর সুনাম অর্জনে "I বেশ খানিকক্ষন পর একজন ছাত্র  মঞ্চে ওঠে আর ঠিক তখনি  কিছু   ছাত্র বিরাজ বিরাজ বলে স্লোগান দিতে থাকে I যাই হোক, তার বক্তৃতায়  মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা পরিলক্ষিত হয় I  মুগ্ধ করে উপস্থিত সকলকেI স্বামী বিবেকানন্দের প্রবন্ধ অনেকবার পড়েছি I তিনি যে আমাদের মাতৃভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন তাও  আমাদের অজানা নয় I কিন্তু  কখনো তেমন করে ভাবিনি সে কথা I অথচ বিরাজদা যখন সাবলীল ভাবে বলতে থাকেন তখন স্বামীজীর মহত্বটা উপলব্ধি করতে পারিI    এই প্রথম ভাষা সম্পর্কে এত সুন্দর অনুভূতি, শ্রদ্ধা  জাগ্রত হয় আমার মনে  I সেদিনের আলোচনায় প্রথম স্থান নিয়েছিল বিরাজদা I গোটা কলেজের শিক্ষক, ছাত্ররা মেতে উঠেছিল বিরাজ ধ্বনিতে I বাংলাভাষার  উপর তাঁর  জ্ঞান আমাকে  মুগ্ধ   করেছিল I   মনে  মনে ঠিক করি  আমিও পরের বছরে এই আলোচনায় সভায় যোগ দেবো I নিজের এই ভাবনা কে সার্থক করার জন্য বিরাজদার কাছে ছুটে যাই I তিনিও  আশ্বাস  দেন  আমায় সময় দেবার   Iএর পর হঠাৎ  একদিন  জানতে  পারি- যে বিরাজদা, বাংলা  ভাষার উপর এত সুন্দর বক্তৃতা দিলেন এবং প্রথম পুরস্কারও পেলেন, সেটা তার মাতৃভাষা নয় I তার মাতৃভাষা উর্ধু Iতিনি বিরাজ মোহাম্মদ I  তাঁর প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায় আমার I

No comments:

Post a Comment