আমাদের জনগণের শরীর মোড়া দেহ,
যে ঠিকানায় আমরা আছি,
সে ঠিকানা তো ভারতবর্ষ৷

প্রেম জড়িয়ে--
এই জীবন এই প্রেম না থাকলে ভারতবর্ষ
আজ ঠিকানা হত কি!
আমার ভেতর ভারতবর্ষ নামের শরীর,
তোমার ভেতর ভারতবর্ষ নামে শরীর,
এ শরীর আজ কেমন আছে
এ শরীর কি চায় তাও আমরা জানি--
প্রেম চায়,
ভালোবাসা চায়,
আন্তরিকতা চায়,
চায় হৃদয়ে হৃদয়ের সুর...
তবু কেন প্রেম হয় না,
ভালোবাসা হয় না কেন,
হাতের স্পর্শ পায় না কেন,
বাঁচার মন্ত্রে দীক্ষিত হয় না কেন?
নানা কেন এর ভেতর কি কখনো ভারতবর্ষকে খুঁজেছ?
খুঁজতে চেষ্টা করো,
শুনতে পাবে আর্তনাদের আওয়াজ,
স্বাধীনতার দেওয়াল ভাঙার শব্দ৷
যে দেওয়াল আমাদের গর্ব,
যে দেওয়াল আমাদের সম্ভ্রম,
যে দেওয়াল আমাদের নিরাপত্তা৷
আজ ঠিকানা হারিয়ে যাওয়ার মত,
আজ সে ঠিকানা শুকনো পাতার মত,
আজ সে ঠিকানা জলহীন বায়ুহীন আলোহীন
মরুভূমির মত বিশেষ চাহিদায় ধুঁকছে৷
এসো আজ পাশাপাশি থাকি,
হাতে হাত ধরি,
মনে মন রাখি,
একে অপরের হৃদপিণ্ড ছুঁয়ে আপন হওয়ার স্বপ্ন সফল করি৷
আবার ফিরিয়ে আনি রবি নেতাজির ভারতবর্ষ৷
ফিরিয়ে আনি বিনয় বাদলের ভারতবর্ষ--
ফিরিয়ে আনি রবি ঠাকুরের ভারতবর্ষ ---
মাস্টারদা সূর্য সেন,বাঘাযতীন,ক্ষুদিরামের সার্থক ভারতবর্ষ,
সার্থক করি মানবতার প্রেমের বন্ধনে৷
এসো আজ ভ্রষ্ট হই ভারতবর্ষের নতুন চেতনায়
অঙ্কুরিত হই ভারত প্রেমের নব বিবেকের
No comments:
Post a Comment