ভূতের ভোজ || নিশা ঘোষ দস্তিদার || সাহিত্যগ্রাফি - বিশেষ সংখ্যা - Songoti

ভূতের ভোজ || নিশা ঘোষ দস্তিদার || সাহিত্যগ্রাফি - বিশেষ সংখ্যা

Share This
রাত দুপুরে রাজার পুরে
বাদ্যি বাজে রোজ,
রাত বারোটায় করে সেথায়
ভূতেরা সব ভোজ।
একশ বাজনা না বাজলে
হয় না তাদের আহার,
দেখে এলাম উঁকি দিয়ে
আহারের কি বাহার।
থালা ভরা মন্ডা-মিঠাই
আর ও কত কি,
লুচির সাথে খায় মাখিয়ে
বোতল বোতল ঘি।
আস্ত পাঁঠা সেঁকে নিয়ে
মশলা মাখিয়ে,
মচর মচর নানান্ সুরে
খায় যে চিবিয়ে।

No comments:

Post a Comment