একজন চাটার্ড আকাউন্টেন্ট হলেন সফল ব্যক্তিত্বের অধিকারী - Songoti

একজন চাটার্ড আকাউন্টেন্ট হলেন সফল ব্যক্তিত্বের অধিকারী

Share This


বিশ্বজিৎ দাস, কলকাতাঃ কলকাতায় ৪ তারিখ ২০২০ সালে চাটার্ড আকাউন্টের এক সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেল। কলামন্দির, ৪৮ শেক্সপিয়ার সরণী কল-১৭ এই ঠিকানায় কলকাতায় অনুষ্ঠানটি হয়েছিল। কলকাতা ছাড়া সমাবর্তন অনুষ্ঠানটি হয়েছিল ৯টি জায়গায়। বোম্বে, আহমেদাবাদ, পুণে, চেন্নাই, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর ও দিল্লিতে। গত বছরে মে থেকে অক্টোবর মাসে ১৬,১৯২ জনের নাম নথিভুক্ত করা আছে।  যাদের মধ্যে থেকে চার্টার্ড আকাউন্ট উত্তীর্ণ হওয়া ছেলেমেয়েদের শংসাপত্র দিয়েছিল। চার্টার্ড আকাউটেন্ট সুশীল কুমার গোয়েল, ICAI এবং সমাবর্তন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর বলেছেন যেসব ছেলেমেয়ে চাটার্ড আকাউন্টে ভালো ফল করেছে। তাঁরাই শংসাপত্র 


পেয়েছে। চাটার্ড আকাউন্ট দেবাশিষ মিত্র জানালেন চাটার্ড আকাউন্ট হতে গেলে সমাজে কিছু গুরুত্ব ও তাৎপর্য রাখতে হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। চাটার্ড আকাউন্ট দেবেন্দ্র কুমার ব্যাস, ইকুইপমেন্ট ফিনান্স লিমিটেড ও অনুষ্ঠানের চিফ গেস্ট এবং হিসাবরক্ষক বলেছেন CA ডিগ্রি এখন খুব প্রয়োজন। কদর ভালো আছে CA ডিগ্রির। একজন ভালো চাটার্ড আকাউন্ট হতে গেলে লাইফস্টাইল, প্যাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবশেষে চাটার্ড আকাউটেন্ট নিতেশ কুমার মুর, ভাইস চেয়ারম্যান, বিশিষ্টজনেরা বলেন ধন্যবাদ সেইসব চাটার্ড আকাউন্টদের। যারা সফলতার চূড়ায় পৌঁছেছে।

No comments:

Post a Comment