নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু'র উদ্যোগে দমদমে অনুষ্ঠিত হচ্ছে ২রা জানুয়ারী থেকে ৪ঠা জানুয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু , এম. পি. শ্রী সৌগত রায়, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতি প্রিয় মল্লিক, হরেন্দ্র সিং (পৌর প্রধান, দমদম ) ও বরুন নট্ট (উপ পৌর প্রধান, দমদম) সহ সকল পৌরমাতা ও পৌরপিতা। এছাড়া ও প্রভাত ফেরি । পুষ্প প্রদর্শন, বসে আঁকো প্রতিযোগিতা , রান্না প্রতিযোগিতা, প্রবীণ নাগরিকদের হাঁটা প্রতিযোগিতা, নামকরা খাবারের স্টল ও মজার রাইডস থাকছে দমদম উৎসব-২০২০ –এর আকর্ষণ।

ব্রাত্য বসু'র উদ্যোগে দমদমে মেলার তৃতীয় বর্ষ
Share This
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment