নিজস্ব প্রতিবেদন কলকাতাঃ দেবযানী ভট্টাচার্য কলকাতা'র নৃত্যাঙ্গন ক্ষেত্রের অনন্য নাম। দীর্ঘ দিনের চেষ্টায় তিনি তৈরী করেছেন তাঁর নৃত্য অ্যাকাডেমী। নার্সারী থেকে বিবাহিত ছাত্র ছাত্রীদের ভাগ নেই এই শিক্ষাঙ্গনে। অ্যাকাডেমী'র ধরা - বাধা এই
![]() |
দেবযানী ভট্টাচার্য |

নিয়ম থেকে ছাত্র - ছাত্রীদের মুক্তি দিতেই আবার ব্যাক্তিত্ব বিকাশ করতে তিনি অ্যাকাডেমীতে শুরু করছেন ফ্যাশন শো। ৩ বছর ধরে তিনি আয়োজন করেন এই ফ্যাশন শো। এই বারের থিম ছিল হাসি'র সাথে নৃত্য। ফ্যাশন শো তে বিচারক ছিলেন শহরের প্রখ্যাত ডিসাইনার অভিষেক নাইয়্যা, ২০১০ ও ২০১১'র ফেমিনা মিস
ইন্ডিয়া'র ফাইনালিস্ট রোহিণী মুখার্জী, ফ্যাশন মডেল'এর ক্রিয়েটিভ ডিরেক্টর নিক রাম পাল, ইভেন্ট ম্যানেজার ডোনা বর্মন, ফ্যাশন কোচ সন্তোষ কুমার।
No comments:
Post a Comment