বিশ্বজিৎ দাস, কলকাতাঃ আন্তর্জাতিক কবিতা উৎসব "যতদূর বাংলা ভাষা"এই মূল অনুষ্ঠানের উদবোধন হয়েছিল ২০ তারিখ। বিকেল চারটে স্টার থিয়েটারে। অনুষ্ঠানের কান্ডারী ছিলেন

'যুগসাগ্নিক' এর সম্পাদক প্রদীপ গুপ্ত। উদবোধন অনুষ্ঠানে ছিলেন সাহিত্য ও কবিতাপ্রেমীর সংগঠন সহ জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি নূরুল হুদা। ছিলেন জনতার ভিড়ে পরিচিত মুখ। কবিতা উৎসবের অনুষ্ঠানটি শুধুমাত্র স্টার থিয়েটারের চৌহদ্দির মধ্যে থেমে থাকেনি। কবিতার প্রভৃতি ছত্রের সুর, তাল, লয় প্রভৃতি বয়ে নিয়ে গিয়েছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের

দ্বারকানাথ মঞ্চের কবিতা উৎসবে। তিনদিন ব্যাপী হয়েছিল কবিতা উৎসব। দ্বারকানাথ মঞ্চে কবিতা উৎসব হয়েছিল বেলা ১২টা থেকে রাত ৮টা অবধি। এবং অনুষ্ঠানের প্ল্যাটফর্ম থেকে সবাই সমস্বরে বলতে লাগল এরকম জমজমাট কবিতা ও সাহিত্য উৎসব ২০২০ অর্থাৎ আগামী বছর থেকে আরও সুন্দর করে করতে হবে।
No comments:
Post a Comment