স্বপ্নের দেশে উড়ান গো-এয়ারের বিমান - Songoti

স্বপ্নের দেশে উড়ান গো-এয়ারের বিমান

Share This

বিশ্বজিৎ দাস, কলকাতাঃ এশিয়ার মধ্যে সবথেকে সময়নিষ্ঠা, দ্রুততম বিমান হল গো-এয়ারের বিমান। যা এক মারাত্মক প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছে গো-এয়ারের ব্যবসা। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে গো-এয়ারের ব্যবসা ছড়িয়ে রয়েছে। বিমানবন্দরের প্রধান মিসেস শবনম সৈয়দ ও ভাইস প্রেসিডেন্ট, গো-এয়ারের মার্কেটিং এবং ই-কমার্সের হেড বলেন গো-এয়ারের বিমানগুলি হল অতি উচ্চ -ক্ষমতা বিমান যা আপনার যোগাযোগ স্থাপন অন্য যাত্রীর সঙ্গে যোগাযোগ ঘটাতে সাহায্য করবে। এবং গো-এয়ারের বিমানগুলি বিশ্ববাজারে ভালোই কদর পাচ্ছে। গো-এয়ারের বিমানগুলি তাই বিশ্বায়নের পথ অনুসরণ করে  ভালোই আয় করছে। শুধু তাই নয় গো-এয়ারের 


বিমানগুলি দিনে ৩২৫টিরও বেশি যাত্রীদেরকে নিয়ে আকাশপথে উড়ে যায়। যা গত বছরের নভেম্বর মাস পর্যন্ত ৭৮.৭ মিলিয়ন যাত্রীদের নিয়ে গুরুত্বপূর্ণ ২৭টি গন্তব্যস্থলে পাড়ি জমিয়েছে। ২৭টি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থলগুলি হল আমেদাবাদ, আইজল, বাগডোগরা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লী, গুয়াহাটি, গোয়া, হায়দ্রাবাদ, ইন্দোর, জয়পুর, জম্মু, কোচি, কানুর, লে, কলকাতা, মুম্বাই, নাগপুর, পাটনা, পোর্ট ব্লেয়ার, পুনে, রাঁচি, শ্রীনগর, বারাণসী প্রভৃতি। নটি আন্তর্জাতিক গন্তব্যস্থল হল ফুকেত, মালে, মাস্কট, আবুধাবি, দুবাই, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়েত এবং দমন।

No comments:

Post a Comment