বিশ্বজিৎ দাস, কলকাতাঃ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ সারা বাংলাকে সবুজায়ন করা, যার মূল ভিত্তি প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলা। পশ্চিমবঙ্গের পৌষ মাসের গঙ্গাসাগর মেলায় প্লাস্টিকের যথেচ্ছ দুর্ব্যবহার হয় ফলে সাগরের জল দূষিত হয় বলে বিশিষ্টদের অভিমত। তাই সরকার স্থির করে প্লাস্টিক ব্যাবহার না করে চটের থলে বা কাপড়ের ব্যাগ ব্যবহার প্রথা
চালু করবেন, যা সবার ব্যবহারে উপযোগী হয়ে উঠবে। সেইমত পশ্চিমবঙ্গ সরকার এমন সংস্থা বাছাই করল। সংস্থা, রক্ষক ফাউন্ডেশন। যেখানে বায়োডিগ্রেডেবল বা চটের ব্যাগ তৈরি করা হয় তাই নয় এটি তৈরী হয় দমদম সেন্ট্রাল জেল ও প্রেসিডেন্সি সংশোধনাগারে, যা কয়েদিরা তৈরি করেন। শুধু চটের বা কাপড়ের ব্যাগ নয়, তবে প্রত্যন্ত এলাকাতেও প্লাস্টিকের বিকল্প হিসেবে তৈরি করা হয় রেশম, গামছা, পাটের ব্যাগ। পাটের, চটের প্রভৃতি ব্যাগ যারা তৈরি করেছেন তাঁরা খুবই উৎসাহিত। আর প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে পথে ও বিভিন্ন ইনস্টিটিউটে সচেতনতার প্রচার চালিয়ে যেতে হবে। কেবল সুস্থ পরিবেশ প্রদান করতেই রক্ষক ফাইন্ডেশন প্রায় ৫০,০০০ পাটের ব্যাগ দান করলেন গঙ্গাসাগরে আগত পূর্নার্থীদের।রক্ষক ফাউন্ডেশনের এই প্রয়াস কর্নধার চৈতালী দাস মনে করছেন এইসব ব্যাগ পূর্নার্থীদের সাহায্য করবে।
No comments:
Post a Comment