শহরের নতুন নজির গড়তে চলেছে রোটারির শতবর্ষ অনুষ্ঠান - Songoti

শহরের নতুন নজির গড়তে চলেছে রোটারির শতবর্ষ অনুষ্ঠান

Share This


বিশ্বজিৎ দাস, কলকাতাঃ নয়া বছরের জানুয়ারিতে ১১ ও ১২ তারিখে আই টি সি রয়ালে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স হতে চলেছে।  যা রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স ৩২৯১ ক্লাব সদস্যদের নিয়ে একটি শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠান শেষের পর স্মারকলিপি তুলে দেবে ক্লাব উদ্যোক্তাদের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক স্তরের সভাপতি, প্রতিনিধিরা। যা এই অনুষ্ঠান মানুষদেরকে অনুপ্রাণিত ও আবেগমণ্ডিত করে তুলবে। জেলার মধ্যে হওয়া এই অনুষ্ঠান 




সাফল্য ও প্রতিপক্ষের জায়গায় নিয়ে যাবে। জেলার স্থানীয়দের কাছে আন্তর্জাতিক বক্তারা গুরুত্বপূর্ণ তথ্য ও এই সমন্ধে নানান বিষয় তুলে ধরতে সাহায্য করবে। রোটারি আন্তর্জাতিক এই অনুষ্ঠানে থাকবে ১.২ মিলিয়ন প্রতিবেশী, বন্ধুবান্ধব, নেতৃত্বদানকারী, সমস্যা সমাধানকারী সকলেই। অনুষ্ঠানের প্রধান মুখ শেখর মেহতা। ১১ ও ১২ তারিখের অনুষ্ঠানের প্রজেক্ট তৈরি করতে খরচ লেগেছে ২০০ কোটি টাকার কিছু বেশি। অজয় আগরওয়াল বলেন শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে গ্রামে স্বচ্ছ জল , প্রত্যেকের জন্য টয়লেটের ব্যবস্থা, সাইকেল রিকশা ভ্যান প্রভৃতি বিষয়গুলো উঠে আসবে।  বিশ্বখ্যাত মার্ক ড্যানিয়েল ম্যালোনি বলেন অনুষ্ঠানের সমস্ত কিছু জুড়বে আমাদের হৃদয়ে। যা রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স আবার এই ধরনের অনুষ্ঠান করবে। 

No comments:

Post a Comment