শুধু বায়ুদূষণ নয়। কলকাতা ও হাওড়ার মতো শহরে মাত্রাছাড়া শব্দদূষণও। ডিজে বক্স-সহ সব ধরনের সাউন্ড সিস্টেমের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। মাইকে বাধ্যতামূলক করতে হবে সাউন্ড লিমিটার। গাড়ির হর্ন, জেনারেটরের আওয়াজেও রাশ টানার ব্যবস্থা করতে হবে। কলকাতা ও হাওড়ায় শব্দদূষণ মোকাবিলায় একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে জাতীয় পরিবেশ আদালত।পরিবেশকর্মী সুভাষ দত্তের করা মামলার প্রেক্ষিতে , তেরোই নভেম্বর নির্দেশিকা জারি করে বিচারপতি এস পি ওয়াংডির বেঞ্চ।
সূত্রঃ নিউজ এটিন বাংলা
- ওয়েবসাইটে শব্দ দূষণ রুখতে চলবে প্রচারও
- শব্দ দূষণ নিয়ে অভিযোগ জানাতে একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করতে হবে
- ফোন কল, এসএমএস, ই-মেলের মাধ্যমে শব্দ দূষণ সংক্রান্ত
- চালু করতে হবে ২৪ ঘণ্টার হেল্পলাইন।
অভিযোগ জানানোর ব্যবস্থা রাখতে হবে। ধর্মীয় অনুষ্ঠান হোক বা রাজনৈতিক কর্মসূচি। তারস্বরে ডিজে বক্স বাজানো এখন যেন ফ্যাশনে পরিণত হয়েছে। নো-হর্ন জোনে জোরে জোরে হর্ন বাজানোও রোজকারের সমস্যা। শব্দদূষণ রুখতে এর গোড়াতেই সমাধান খুঁজছে পরিবেশ আদালত।সূত্রঃ নিউজ এটিন বাংলা
No comments:
Post a Comment