সঙ্গতি ওয়েবডেস্ক, কলকাতাঃ প্রবাদটি নেহাৎই ফেলে দেবার নয় তাই বোঝা গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে। প্রতিবছরই চলচ্চিত্র উৎসব শুরুর দিন যে তারা খচিত জৌলস থাকে শেষ দিন সেরকম কোনো জৌলস থাকে না। তবে এই বছর সবটাই দূর হল বিগ বি'র মোটামুটি ২০ মিনিটের ভিডিওটি, যা দেখানো হয় নজরুল মঞ্চের সমাপ্তি'র আসরে। এই বছর সমাপ্তি র
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবানা আজমি। অনুষ্ঠান মঞ্চে ছিলেন রঞ্জিত মল্লিক, মাধবী মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, শুভশ্রী, তনুশ্রী প্রমুখ। গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ছিল এ দিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে সেরা ছবি ‘দ্য উইপিং উওম্যান’, পরিচালক জায়রো বুস্তামান্তে এবং সেরা পরিচালক ভ্যাসলভ মারুল (‘দ্য পেন্টেড বার্ড’)। এই বিভাগে স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে পরিচালক লেন্ডিটা জেসিরাইয়ের ‘আগা’জ হাউস’। হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম ইন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ পেয়েছে অনন্ত মহাদেবনের ‘মাই ঘাট ক্রাইম নাম্বার একশো তিন-দু’হাজার পাঁচ’। সেরা পরিচালক হয়েছেন ইন্দ্রাশিস আচার্য, ‘পার্সেল’ ছবির জন্য। ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ বিভাগে স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে গীতা জে-র ‘রান কল্যাণী’। নেটপ্যাক বিভাগে সেরা ছবি আদিত্য কৃপালনির ‘দ্য গডেস অ্যান্ড দ্য হিরো’। বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম হয়েছে শ্রাবণ কেতেকানেনির ‘সামার র্যাপসডি’। বেস্ট ইন্ডিয়ান ডকুমেন্টরি গৌরব পুরীর ‘অ্যাব্রিডগেড’।
No comments:
Post a Comment