সঙ্গতি ওয়েবডেস্কঃ বাচ্চু, পেশায় একজন গাড়ির মেকানিক। কিন্তু তাঁর স্বপ্ন সে নিজের তৈরী প্লেন ওড়াবে আকাশে। যদিও তাঁর স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় প্রশাসনিক শক্তি, গল্পের শেষে সে প্লেন ওড়াতে না পাড়লেও সে মাথানত করেনা প্রশাসনের কাছে। এই হল উড়ো জাহাজের মূল গল্প। যার স্ক্রিনিং ও
সাংবাদিক বৈঠক হয়ে গেল নন্দনে। স্ক্রিনিং -এ উপস্থিত ছিলেন চলচ্চিত্রের পরিচালক বুদ্ধদেব দাসগুপ্ত, কলাকুশীলব ছাড়া প্রসেনজিত চট্টোপাধ্যায়, জয়া শীল ঘোষ সহ অনেকেই। সাংবাদিক সম্মেলনে বর্ষীয়ান পরিচালক ছবির শীল্পীদের ও পরিচালক সদস্যদের জানান "ভয় পাবেন না। মাথা নোয়াবেন না।" ছবি'র প্রসঙ্গে বলেন। পরিচালকের আসল এয়ার ক্র্যাফট ের ব্যবহার তিনি করতে চেয়েছিলেন। কিন্তু বাজেটে কুলোয় নি তাই আনন্দ আঢ্য তাকে পরিচালকের চাহিদা অনুযায়ী বানিয়ে দিয়েছে সেটাই তাঁর আনন্দের।।
No comments:
Post a Comment