কলাবউ || শক্তি পুরকাইত || সাহিত্যগ্রাফি - Songoti

কলাবউ || শক্তি পুরকাইত || সাহিত্যগ্রাফি

Share This


গ্রামের মেয়েদের সঙ্গে মেয়েটা   কলাবউ স্নান করানো দেখতে  গিয়েছিল ।

আর ফেরেনি
 ফিরে আসে নি ।

 কলাবউ দেখতে গিয়ে
 নিজেই কলাবউ হয়ে গেছে
  কখন জানতে পারেনি ।

 জানতে পারেনি , ওর নিজের বাবা-মা ,আত্মীয় স্বজন ।

শহর থেকে এসেছিল
     গ্রামের পুজোতে
      গ্রামের বাড়িতে ।

তবুও দূর থেকে এখনও
শোনা যায় , ঢ্যাম-কুড়া-কুড়
   ঢাকের বাদ্যি ।

মাতৃ আরাধোনা
 ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ

মেয়েটা শাড়ি পরতে জানত না
আয়নার সামনে দাঁড়িয়ে
 শাড়ি পরা শিখেছিল ।

 জীবনের প্রথম ঘোমটা টানতে গিয়ে
লজ্জা পেয়েছিল
ভীষণ , লজ্জা !

মেয়েটা শহর থেকে গ্রামে এসেছিল
মা দুগ্গাকে দেখবে বলে ।

পাড়ার বোখাটে কয়েকটা ছেলে
পিছু নিয়েছিল মেয়েটার
  জানতে পারেনি ।

সুযোগ বুঝে কখন মুখে হাত চাপা দিয়ে তুলে নিয়ে গিয়েছিল
পাশের ধানজমির ভিতর ।

ছুড়ে ফেলেছিল শাড়ি , ব্লাউজ
নগ্ন করে ধর্ষিত করেছিল
মেয়েটাকে ।

পায়ের আলতা ধুয়ে যাচ্ছিল
দেবীবোধনের , দেবীবিসর্জনের ।

মেয়েটা , কলাবউ স্নান করানো দেখতে গিয়ে নিজেই কলাবউ হয়ে গেল কেউ জানতে পারল না ।

শহর থেকে এসেছিল মেয়েটা ।

No comments:

Post a Comment