জয়ন্তী || ইলা কারকাট্টা || সাহিত্যগ্রাফি - Songoti

জয়ন্তী || ইলা কারকাট্টা || সাহিত্যগ্রাফি

Share This


জয়ন্তীর কোলে জয়ন্তী
ব‌ইছে ধীরে তিরি তিরি।
জয়ন্তীর গায়ে হেলান দিয়ে
মেঘেরা জুরেছে গল্প ভারী।
শ্বেত বলাকা মেলেছে পাখা
মেঘের বুকে আঁকতে ছবি।
মেঘের কোলে পরেছে ঢলে
কর্মশেষে অস্তগামী ডুবন্ত রবি।
সব মিলিয়ে জয়ন্তীর বুকে
এ যেন এক কাব্যিক ছবি।
বর্ষার পূর্ণ যৌবনা জয়ন্তী নদী
এপার ওপার দু'কুল বানভাসি।
গ্ৰীষ্মে সেই নদীই আবার
হাসে জীর্ন শীর্ণ ম্লান হাসি।
জয়ন্তী পাহাড়ের কোল ঘেঁসে
ছোটো ছোটো ঘর ছোটো এক গ্ৰাম।
জয়ন্তী জঙ্গলে জয়ন্তী পাহাড়ের
কোল ঘেঁসে ছোটো জয়ন্তী গ্ৰাম।
গভীর জঙ্গলে ঘেরা,বন্য গন্ধ ভরা
শান্ত,সুন্দর এই ছোটো গ্ৰাম।
জয়ন্তী জঙ্গল,জয়ন্তী পাহাড়
জয়ন্তী নদী ঘেরা জয়ন্তী গ্ৰাম।
অতি মনোরম অতি সুন্দর
সত্য সার্থক এই সুন্দর নাম।

No comments:

Post a Comment