নস্টালজিক প্রেম || কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান (বাংলাদেশ) || সাহিত্যগ্রাফি - Songoti

নস্টালজিক প্রেম || কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান (বাংলাদেশ) || সাহিত্যগ্রাফি

Share This

যখন তুমি ছিলে নিষ্পাপ,কমনীয়,লিকলিকে ষোড়শী,
তখন তোমার ভালোবাসাটাও ছিলো টানটান সাঁড়াশি।
একেবারে অন্ধময়, উদাম, বিবৃত,সংহত,বুনো রাশি রাশি,
মনে হতো সেই ভালোবাসা অনিন্দ্য অক্ষয়, ধ্রুপদী, অবিনাশী !

ঊর্ধ্বশ্বাসে হাঁপিয়ে উঠার শশব্যস্তময় দুরন্ত সময়
সমুদ্রের গরজ তপ্ত ফেণিল স্রোতের ঝাঁপটা তীব্রময়,
হাবুডুবু খেতাম অবারিত, অবিরত অজানা সাহসে
হৃদয় অলিন্দে অদ্ভুত আনন্দ অরিন্দম সকাশে।

যেন টানা দুর্দম্য বসন্তময়ই ছিলো ষড়ঋতু
এক অবলা আকর্ষণে আবিষ্ট মন পিরিতে থিতু,
ছিলো স্বপ্ন, ছিলো আশা, ভালোবাসা প্রেমে ঠাসা
রঙিন ধরায় প্রণয়ের হাতকড়ায় দু’জনেই সর্বনাশা।

জানি,প্রেম যত গভীর হয়
সেখানেই বিরহের রাত হয়।
প্রেমের ডানা ভেঙ্গে চুরমার
বিচ্ছেদ - বিরহে কাতর বেশুমার।
অঙ্গার স্মৃতি হয়ে জ্বালায় তিলে তিলে
বেদনার বিষে মম, লীন হয় নীলে নীলে।

নস্টালজিক এই প্রেম উঠে আসে কবিতায়
শব্দে শব্দে নিঃশব্দে গেঁথে রয় সর্বদাই।
রিক্তের বেদনের অশ্রুত অনাহুত গুঞ্জন,
শৈল্পিক অভিমানী হয়ে তোলে আলোড়ন,
সেই কবিতার ব্যঞ্জনায়
সেই কবিতার দ্যোতনায় ।।

No comments:

Post a Comment