ছিল মনে মোর আশা
শিখিব বাংলা ভাষা
লুকাইয়া দু একটা পদ্য
লিখিতেছি সদ্য
অতি সন্তর্পনে,পিতার অগোচরে
প্রেমের পদ্য লিখিতেছি অকাতরে
একদা হটাৎ পিতা দেখিলেন পুস্তকের ফাঁকে
দুই পংক্তি প্রেম নিবেদন করিয়াছি মনের মানুষকে
অগ্নিশর্মা হইয়া কহিলেন,রূপান্তর করো ইংরাজিতে
সমগ্র দ্বিপ্রহর কাটিল অনুবাদ করিতে করিতে
শিখিতে পাঠাইলেন ইংরাজি টিপিয়া টুঁটি
বিদ্যালয়ে,মহাবিদ্যালয়ে,রাখিলেন না কোনও ত্রুটি
আমিও হইলাম মহা ওস্তাদ বিদেশি ভাষায়
ইংরাজি কে আঁকড়ে ধরলাম নেশায় ও পেশায়
ফেবুতে প্রবেশ করিলাম যখন,আমাকে সকলে করিল ব্রাত্য
আমিও তবে নাহি যাই কম,গোগ্রাসে গিলিয়াছি কত বাংলা সাহিত্য
তেড়ে লিখিতে শুরু করিলাম বাংলা ভাষায়
একদিন নিশ্চয়ই শ্রেষ্ঠ আসন লবো,রইলাম আশায়।
No comments:
Post a Comment