এক্সাইড নিও শহরে - Songoti

এক্সাইড নিও শহরে

Share This
বিশ্বজিৎ দাস, কলকাতাঃ কলকাতার সবথেকে বড় "এক্সাইড নিও" শোরুম খুলতে চলেছে। যা কলকাতার বিভিন্ন মার্কেটে ব্র্যান্ডেড শোরুম এটা। যা কলকাতার সব বাজারেই রয়েছে এক্সাইড নিও। এবং মোবাইল ফোনের নেট পরিষেবার মধ্যে এক্সাইড নিও বাজারে আছে। যা অসাধারণ বৃদ্ধি হতে চলেছে ভারতের শেষ কিছু বছরের। এগুলো তৈরি করতে বেশ কিছুটা সময় লেগে যায়। এবং এসব গুণ ও দামের জন্য পণ্যটি ভালো মানের হয়ে ওঠে। যা একটি বৃহৎ পণ্য হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে বললেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সুবীর চক্রবর্তী। এক্সাইড নিও মার্কেটে একটি ভালো কোম্পানি হয়ে উঠেছে। ই-রিকশা গুলো অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া ভারতের শেষ কিছু বছরে ভালই আয় হয়। যা আবার ই-রিকশার কিছু কিছু যন্ত্রে ছাড় আছে। এবং প্রযুক্তিগত আগাম প্যাকেজ ও ই-রিকশা গুলোতে আছে। বললেন এক্সাইড ইন্ডাস্ট্রির এম ডি অ্যান্ড সিইও মিস্টার গৌতম চাটার্জী।  এক্সাইড
নিও এমন এক অফার দিতে চলেছে যা অত্যাধুনিক প্রযুক্তি, আরামদায়ক ঘোরা এবং অনুভব করতে পারেন আন্তর্জাতিক পণ্য হিসেবে এক্সাইড নিও কে। এক্সাইড নিও এমনই এক মেরুদন্ড যা নেটওয়ার্ক পরিষেবা দেবে তার সাথে মনের শান্তি ও দেবে।  ই-রিকশার যন্ত্রগুলো দীর্ঘ সময় ধরে অভিজ্ঞতা ও জ্ঞানের মধ্য দিয়ে ডিজাইন করেছে। এর কিছু বৈশিষ্ট্য পছন্দ করেছে তারা সামনের ক্যামেরা এলসিডি ডিসপ্লে প্রভৃতি। যা পুরোটাই উচ্চমানের স্টীল দিয়ে তৈরি। বললেন এক্সাইড নিও র ডিরেক্টর অরুণ মিত্তল।  এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড পৃথিবীর সব থেকে বড় শিল্পাঞ্চল যা শক্তি সঞ্চয় করে রাখে। এবং সাতটি আন্তর্জাতিক মানের ফ্যাক্টরিতে শক্তি সরবরাহ করে থাকে। যা একেকটা কোম্পানির জন্য একেক রকম ভাবে কাজ করা হয়ে থাকে। উন্নত দেশগুলোতে এক্সাইড নিওর ব্যবসা ছেয়েও গেছে। অস্ট্রেলিয়া, জাপান এবং পশ্চিমী ইউরোপের দেশগুলোতে এই ব্র্যান্ডের নাম রয়েছ। ভারতবর্ষের মতো এক জনবহুল দেশে এক্সাইড নিও এমনই একটি ব্র্যান্ড যা রয়েছে ১০০ বছর ধরে। নেটওয়ার্ক পরিষেবা দিচ্ছে ভালো মানের। সাহায্য করছে। যা জাপানের শিন কোবে ও ফুরুকাওয়া এবং আমেরিকার মত দেশে ভালোমানের পণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববাজারে এর ভালো প্রভাব রয়েছে। এক্সাইড নিও এমন একটি ব্র্যান্ড যা দু চাকা, শক্তি, টেলিকম, রেলপথের কাজে এবং অন্যান্য কাজেও ব্যবহার হয়ে থাকে। বানিজের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। এক্সাইড নিও র যারা ক্রেতা ভোক্তা তারা আন্তর্জাতিক মানের তালিকায় সবথেকে উপরে উঠে এসছে। এর মোট আয় হয় ১০,৫৮৮ কোটি টাকা। যা পৃথিবীর সব থেকে ব্র্যান্ডেড কোম্পানি এবং ভারতের বাণিজ্যেও সুনাম আছে।

No comments:

Post a Comment