কবিতার আলো, বাংলা'র লিটিল ম্যাগাজিনের দিশারী - Songoti

কবিতার আলো, বাংলা'র লিটিল ম্যাগাজিনের দিশারী

Share This

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ গত ১৭ ই অক্টোবর, বৃহস্পতিবার, শিয়ালদার নিকটস্থ কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট ভবন এ, বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়ে গেল, ' কবিতার আলো' র আত্মপ্রকাশ সমারোহ। উপস্থিত ছিলেন, অনেক স্বনামধন্য সাহিত্যিক ও ছোট পত্রিকার সম্পাদকেরা। প্রদীপ প্রজ্জ্বালন করলেন প্রথিতযশা কবি ও সাহিত্যিক কৃষ্ণা বসু, মৃণাল বসু চৌধুরী, সৈয়দ হাসমত

জালাল, অরুণ কুমার চক্রবর্তী,। প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন অজিতেশ নাগ,,অরুণাচল দত্ত চৌধুরী, দিলিপ রায়, শ্যামল মুখোপাধ্যায়, নৃপেন চক্রবর্তী প্রমূখ বরেণ্য সাহিত্যিক ও অগণিত ছোট পত্রিকার সম্পাদক। পত্রিকার সম্পাদক বৈজয়ন্ত রাহা বললেন, ১০০ বছরের কবিতার যাত্রাপথ অন্বেষণের একটি প্রয়াস ' কবিতার আলো', পরম্পরা কে জানা ও আধুনিকতার উত্থান তারা বাণীচিত্রে তুলে ধরতে চান। অনুষ্ঠানের বহু অভিনবত্ব , অনন্য লেগেছে। তার মধ্যে প্রধান কোনো পাঠককেই পত্রিকা-কাউন্টারে গিয়ে পত্রিকা কিনতে হয় নি, পত্রিকা নিয়ে স্বেচ্ছাসেবী বাহিনী সকলের কাছে পৌঁছে যাচ্ছিলেন।সম্পাদকের মতে আলো এভাবেই কাছে পৌছয়। সর্বশেষে জানা গেল তাদের কাছে আর কোনো পত্রিকা পড়ে নেই। মানুষ সোৎসাহে সমস্ত পত্রিকা সংগ্রহ করে নিয়েছে। আত্মপ্রকাশেই এমন জনপ্রিয়তা সচরাচর দেখা যায় না।

No comments:

Post a Comment