দীপাবলী উপলক্ষে উড়ানের ভাড়া শুরু হতে চলেছে ১২৯৬ টাকা - Songoti

দীপাবলী উপলক্ষে উড়ানের ভাড়া শুরু হতে চলেছে ১২৯৬ টাকা

Share This

বিশ্বজিৎ দাস, কলকাতাঃ দীপাবলী উপলক্ষে উড়ান গুলিতে ভাড়া ১২৯৬ টাকা করে কমতে চলেছে গো এয়ার এ। যা চলতি মাসের তিনদিন অর্থাৎ ২০ তারিখ থেকে ২৩ তারিখ।  বলা হয়েছে যে এই আলোর উৎসবে কেউ যদি দূর দেশের বিমানে করে পাড়ি দেয় তাহলে সে একটি সুবিধা পাবে এবং দীপাবলির ২৪ ঘণ্টার মধ্যে কাস্টমারদের সাথেও টিকিট বুক করা নিয়ে সুপার সেভার ডিল করতে পারবে শুধুমাত্র আন্তর্জাতিক গন্তব্যের পথে। গো-এয়ার শুধুমাত্র যাত্রীদেরকে এই ঋতুতে আরামদায়ক ভ্রমণের জন্য বিমান বার করেছে এপ্রিল মাসে থেকে। যা টিকিটের দাম খুবই কম এবং যাত্রীদেরও সুবিধা দেবে। আগেই গো এয়ার কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে দীপাবলী উৎসবে গো-এয়ার বিমান গুলি যাত্রীদের ভালো পরিষেবাও দিচ্ছে। ১৬ ও ১৭ই অক্টোবর ১৫ ঘন্টা করে ভ্রমনে পরিষেবাও দিচ্ছে। এই সমস্ত পরিষেবা দেওয়ার জন্য গো-এয়ার বিমানের রুট গুলি সম্প্রতি একটি সাইট চালু করেছে। যে সাইটে গিয়ে বিমান যাত্রীরা টিকিট বুক করতে পারবে। এবং এই সাইটটির একটি মোবাইল অ্যাপ্লিকেশন বং এই সাইটটির একটি মোবাইল অ্যাপ্লিকেশনও থাকবে।        গো-এয়ারের বিমানগুলো দিনে ৩৬৫টিরও বেশি বিমান চালায়। যা ১৩ লক্ষের বেশি যাত্রীদের উদ্দেশ্যে রওনা দিয়েছে আগস্টে। আমেদাবাদ, আইজল, বাগডোগরা, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গোয়া, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, কানুর, লে, লখনউ, আবুধাবি, ব্যাঙ্কক প্রভৃতি।

No comments:

Post a Comment